আসিয়া (চলচ্চিত্র)
আসিয়া | |
---|---|
পরিচালক | ফতেহ লোহানী |
প্রযোজক | ফতেহ লোহানী নূরুল ইসলাম |
রচয়িতা | নাজির আহমদ (সংলাপ) |
চিত্রনাট্যকার | ফতেহ লোহানী |
কাহিনিকার | নাজির আহমদ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সমর দাস |
চিত্রগ্রাহক | কাজী মেসবাহউজ্জামান |
সম্পাদক | আশু ঘোষ |
প্রযোজনা কোম্পানি | পূর্বাণী চিত্র |
পরিবেশক | পাকিস্তান ফিল্ম ইনস্টিটিউট |
মুক্তি | ৪ এপ্রিল, ১৯৬০[১] |
দেশ | পূর্ব পাকিস্তান |
ভাষা | বাংলা |
আসিয়া ফতেহ লোহানী প্রযোজিত ও পরিচালিত ১৯৬০ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র।[২] নাজির আহমদের কাহিনী ও সংলাপে ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফতেহ লোহানী।[৩] ছবিটি পূর্বাণী চিত্রের ব্যানারে প্রযোজিত ও পাকিস্তান ফিল্ম ইনস্টিটিউটের ব্যানারে পরিবেশিত হয়। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুমিতা দেবী এবং অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন শহীদ, কাজী খালেক, ভবেশ মুখোপাধ্যায় ও মাধুরী চট্টোপাধ্যায়।
চলচ্চিত্রটি ১৯৬০ সালের ৪ এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তানে মুক্তি পায়। ছবিটি শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে তৎকালীন পাকিস্তান সরকার প্রদত্ত প্রেসিডেন্ট পুরস্কার লাভ করে।[৪]
কুশীলব
[সম্পাদনা]- সুমিতা দেবী - আসিয়া
- রুবি - কিশোরী আসিয়া
- শহীদ - মসু মিয়া
- মুজাহিদুল ইসলাম সেলিম - কিশোর মসু
- কাজী খালেক - শিকদার সাহেব
- রণেন কুশারী - তাজুদ্দি
- ভবেশ মুখোপাধ্যায় - মনিরুদ্দি, আসিয়ার বাবা
- মাধুরী চট্টোপাধ্যায়
- সিতারা বেগম - আসিয়ার মা
- শিরীন বেগম - ভৈরবী
- মেসবাহ উদ্দিন
- সোনা মিয়া
- কানন
- শবনম - নৃত্যশিল্পী
- কামাল লোহানী - নৃত্যশিল্পী
- জ্যাকব - নৃত্যশিল্পী
- আলতামাস আহমেদ - নৃত্যশিল্পী
- আনোয়ার - নৃত্যশিল্পী
নির্মাণ
[সম্পাদনা]তৎকালীন শিল্পমন্ত্রী শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল আইন পরিষদে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন বিল উত্থাপন করেন। এই বিল অনুমোদিত হলে ১৯৫৯ সালে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা থেকে প্রথম যে চারটি চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু হয় এটি তাদের একটি।[৫] পরিচালক ফতেহ লোহানী আসিয়ার পাশাপাশি আকাশ আর মাটি চলচ্চিত্রের কাজ শুরু করেন। আকাশ আর মাটি ছবিটি মুক্তি পায় ১৯৫৯ সালে এবং আসিয়া মুক্তি পায় দেড় বছর পর ১৯৬০ সালে।[৬]
সঙ্গীত
[সম্পাদনা]আসিয়া চলচ্চিত্রের সুরারোপ করেছেন আব্বাসউদ্দীন আহমদ এবং সঙ্গীত পরিচালনা করেছেন সমর দাস ও আব্দুল আহাদ। গানে কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান, মাহবুবা রহমান, হুসনা বানু খানম, মুস্তাফা জামান আব্বাসী, রওশন আরা, শামসুন্নাহার করিম।[৭] এছাড়া জারিগানে কণ্ঠ দিয়েছেন আব্দুল হালিম ও হাজেরা বিবি।
পুরস্কার
[সম্পাদনা]- প্রেসিডেন্ট পুরস্কার
- বিজয়ী: শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র - আসিয়া
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "AASIA"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ↑ বড়ুয়া, শৈবাল (২৫ এপ্রিল ২০১৩)। "চলচ্চিত্রের ফতেহ্ লোহানী"। দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নাজির আহমেদ পূর্ববঙ্গের চলচ্চিত্র বিকাশের উদ্যোক্তা"। দৈনিক ইত্তেফাক। ১ এপ্রিল ২০১৭। ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ↑ হায়াৎ, অনুপম (১২ সেপ্টেম্বর ২০১৬)। "প্রত্যাশার চলচ্চিত্র"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ↑ সাইফুল, রাহাত (২ এপ্রিল ২০১৭)। "প্রাণহীন বিএফডিসি"। রাইজিংবিডি ডট কম। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ↑ দারাশিকো, নাজমুল হাসান (২৪ আগস্ট ২০১৬)। "ফতেহ লোহানী"। বণিক বার্তা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ হাসান, শেখ মেহেদী (১৮ মে ২০১৭)। "সুর সংগীত সম্রাজ্ঞী"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে আসিয়া
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আসিয়া (ইংরেজি)
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ১৯৬০-এর চলচ্চিত্র
- ১৯৬০-এর দশকের নাট্য চলচ্চিত্র
- বাংলাদেশী চলচ্চিত্র
- বাংলাদেশী সাদাকালো চলচ্চিত্র
- পাকিস্তানি চলচ্চিত্র
- পাকিস্তানি নাট্য চলচ্চিত্র
- পাকিস্তানি সাদাকালো চলচ্চিত্র
- ফতেহ লোহানী পরিচালিত চলচ্চিত্র
- আব্বাসউদ্দীন আহমদ সুরারোপিত চলচ্চিত্র
- ১৯৬০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র
- বাংলা ভাষার পাকিস্তানি চলচ্চিত্র
- বাংলাদেশী নাট্য চলচ্চিত্র