বিষয়বস্তুতে চলুন

আসাম জাতীয় পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আসাম জাতীয় পরিষদ
সংক্ষেপেআজাপ
সভাপতিলোরিনজ্যোতি গগৈ
মহাসচিবজগদীশ ভূঁইয়া
প্রতিষ্ঠা২০২০ (৪ বছর আগে) (2020)
সদর দপ্তরঘর নং ৩৩, ১ম তলা,ল্যাম্ব রোড, গুয়াহাটি–৭৮১০০১
ভাবাদর্শঅঞ্চলিকতাবাদ[১]
কা বিরোধিতা[২]
অগ্রগতিবাদ[৩]
স্বীকৃতিআঞ্চলিক দল
জোটরাইজর দল-আজাপ (পূর্বে)(রাজ্য স্তরে)
বিরোধী জোট (বর্তমানে)(জাতীয় স্তরে)
লোকসভায় আসন
০ / ৫৪৩
রাজ্যসভায় আসন
০ / ২৪৫
আসাম বিধানসভা-এ আসন
০ / ১২৬
গুয়াহাটি পৌরসংস্থা-এ আসন
১ / ৬০
নির্বাচনী প্রতীক
জাহাজ [৪]
দলীয় পতাকা
ওয়েবসাইট
assamjatiyaparishad.org
ভারতের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

আসাম জাতীয় পরিষদ হচ্ছে আসামের একটি আঞ্চলিক রাজনৈতিক দল। আসামের অন্যতম দুটি ছাত্রদল— আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ও সারা আসাম ছাত্র সংস্থা দ্বারা ২০২০ সালের সেপ্টেম্বরে এই দলটি গঠিত হয়।[৫]নির্বাচন কমিশন নির্বাচনী প্রতীক হিসেবে আসাম জাতীয় পরিষদকে জাহাজ মার্কা বরাদ্দ করেছে।[৪]

নির্বাচনী পরিসংখ্যান[সম্পাদনা]

২০২১ সালে অনুষ্ঠিত আসাম বিধানসভা নির্বাচনে আজাপ অখিল গগৈর রাইজর দলের সাথে জোটে লিপ্ত হয়ে।আসন-বণ্টন চুক্তি মতে আজাপ ৮২ টি আসনে এবং রাইজর দল ২৯ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে।[৬]

আসাম বিধানসভা নির্বাচন[সম্পাদনা]

নির্বাচনী সাল প্রতিদ্বন্দ্বিতা করেছে জয় লাভ পরিবর্তন ভোট ভোটের শতকরা হার ভোট সুইং
আসাম বিধানসভা
২০২১ ৮২ অপরিবর্তিত ৩.৬৬%

লোকসভা নির্বাচন[সম্পাদনা]

নির্বাচনী সাল প্রতিদ্বন্দ্বিতা করেছে জয় লাভ পরিবর্তন ভোট ভোটের শতকরা হার ভোট সুইং
লোকসভা
২০২৪ অপরিবর্তিত ৪,১৪,৪৪১

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আসাম প্রথম সর্বদা এবং চিরকাল"www.assamjatiyaparishad.org (ইংরেজি ভাষায়)। 
  2. "আজাপ ১০ দিনের কা বিরোধী আন্দোলন করছে রাজ্যে" (ইংরেজি ভাষায়)। 
  3. "আজাপ–টিপ্রা আতাতের খবর,রাজ্যের স্বার্থে আজাপ,জানালেন সভাপতি" (ইংরেজি ভাষায়)। ৭ সেপ্টেম্বর ২০২১। 
  4. "জাহাজ মার্কা পেলো আজাপ, নির্বাচন কমিশন দ্বারা দেওয়া হলো রেজিঃ ক্রমাঙ্ক" (ইংরেজি ভাষায়)। দে উইয়ার। ১ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪ 
  5. উৎপল পরাশর (১৪ সেপ্টেম্বর ২০২০)। "২০২১ নির্বাচনের আগেই আসু-এজেওয়াইসিপির একটি নতুন রাজনৈতিক দল তৈরীর পথে যাত্রা"হিন্দুস্তান টাইমস 
  6. "আসাম বিধানসভা নির্বাচন: আজাপ-রাইজর দল একসাথে"টাইমস অফ ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১