বিষয়বস্তুতে চলুন

আবু আব্বাছ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবু আব্বাছ
কাজের মেয়াদ
১৯৯১ – ১২ জুন ১৯৯৬
পূর্বসূরীআশরাফ উদ্দিন খান
উত্তরসূরীফজলুর রহমান খান
কাজের মেয়াদ
২০০৪ – ২০০৬
পূর্বসূরীআবদুল মোমিন
উত্তরসূরীআশরাফ আলী খান খসরু
ব্যক্তিগত বিবরণ
জন্মমোহাম্মদ আবু আব্বাছ
১ ফেব্রুয়ারী ১৯৩৩
মৌজেবালি,নেত্রকোনা।
মৃত্যু৩১ আগস্ট ২০০৯
বারডেম হাসপাতাল, ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
দাম্পত্য সঙ্গীলতিফা আব্বাছ
সন্তান১। সুরাইয়া আক্তার

২। লতিফ হায়দার (টিটু আব্বাছ) ৩। আবু হায়দার মোহাম্মদ ইউসুফ (টিপু আব্বাছ)

৪। সাউদা সুলতানা
পিতামাতাপিতা:- আব্বাছ মাস্টার মাতা:- শাহের বানু

আবু আব্বাছ (১ ফেব্রুয়ারি ১৯৩৩- ৩১ আগস্ট ২০০৯) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সাংসদ। তিনি ১৯৯১ সালের নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এবং ২০০৪ সালের উপ-নির্বাচনে তৃতীয়বারে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।[][][]

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আবু আব্বাছ নেত্রকোণা জেলা মৌজেবালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্বাছ মাস্টার এবং মায়ের নাম শাহের বানু। তিনি দুই পুত্র, দুই কন্যার জনক।

রাজনৈতিক ও কর্মজীবন

[সম্পাদনা]

আবু আব্বাছ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[][] তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এবং ২০০৪ সালের উপ-নির্বাচনে তৃতীয়বারের সাংসদ নির্বাচিত হয়েছিলেন।[][] তিনি জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে পরাজিত হন।[]

মৃত্যু

[সম্পাদনা]

আবু আব্বাছ ৩১ আগস্ট ২০০৯ সালে ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "আবু আব্বাছ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬ 
  4. webdesk@somoynews.tv। "নেত্রকোণা-২ আসন ঘাঁটি দখলে রাখতে চায় আ. লীগ, নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে বিএনপি"somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬ 
  5. "বিএনপি'র সাবেক সাংসদ আবু আব্বাছ মারা গেছেন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২১-০৯-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৬