আল্লামা বিন্নুরী টাউন
অবয়ব
আল্লামা বিন্নুরী টাউন বা আল্লামা বিন্নুরী নগর হল করাচির একটি আবাসিক এবং বাণিজ্যিক এলাকা। পূর্বে এটির মূল নাম ছিল "নতুন নগর"।[১] হাদিস পণ্ডিত মুহম্মদ ইউসুফ বিন্নুরীর সম্মানে এটির নাম আল্লামা বিন্নুরী নগর নামকরণ করা হয়।[২]
ইউসুফ বন্নুরী বিশ্বখ্যাত দেওবন্দি মাদ্রাসা জামিয়া উলুমুল ইসলামিয়া নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ সৈয়দ মেহবুব রিজভী। দার আল-উলুম দেওবন্দের ইতিহাস (২য় খণ্ড) (পিডিএফ) (১৯৮১ সংস্করণ)। ইদারা-ই-এহতেমাম, দারুল উলুম দেওবন্দ। পৃষ্ঠা ১২০-১২১। সংগ্রহের তারিখ ৮ মে ২০২০।
- ↑ আমীর, হামজা (জানুয়ারি ২৭, ২০২০)। "Pakistan: Hindu woman abducted from wedding, forcibly converted, married off"। ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |