আলাপ:২০১৮ দাঁড়িভীট বিদ্যালয়ে বাংলা শিক্ষক নিয়োগ আন্দোলন
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৬ বছর পূর্বে "নিবন্ধের নাম ও অন্যান্য" অনুচ্ছেদে
এই পাতাটি ২০১৮ দাঁড়িভীট বিদ্যালয়ে বাংলা শিক্ষক নিয়োগ আন্দোলন নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
নিবন্ধের নাম ও অন্যান্য
[সম্পাদনা]আমি এই নিবন্ধটি এখনই প্রধান পাতা হিসেবে না রেখে বরং যিনি তৈরি করেছেন তাঁর ব্যাবহারকারী উপ-পাতা হিসেবে রাখাই উচিত; এই ঘটনার অনেককিছুই এখনও জানার বাকি রয়েছে।
এছাড়া নিবন্ধটি "পশ্চিমবঙ্গের বাংলা ভাষা শহীদ" নামটাও রাখা যায় কিনা সেটাও দেখতে হবে; কারণ মানভূমের ভাষা আন্দোলনের ফলে পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়; সেহেতু মানভূম ভাষা আন্দোলনও পশ্চিমবঙ্গের ভাষা আন্দোলন। -- পরমাণু আলাপ ০৯:৩২, ২২ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
- আপনার এই মন্তব্যের পর নিবন্ধের শিরোনাম পরিবর্তন করেছেন অন্য একজন ব্যবহারকারী এবং শিরোনাম পরিবর্তন সমর্থন করছি। প্রকাশিত কোন উৎসতেই এটিকে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা আন্দোলন হিসেবে অবহিত করা হয়নি এবং বাংলা ভাষার শিক্ষক নিয়োগের আন্দোলন বা উর্দু ভাষার শিক্ষকের অপসারণ আর বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতির আন্দোলন এক নয় এবং উইকিপিডিয়াতে ছাড়া অন্য কোন উৎসেই এটি করাও হয়নি। সবকটি উৎসেই এটিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত আন্দোলন হিসেবে অবহিত করা হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:২১, ১৪ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
- ব্যবহারকারী উপপাতা হিসেবে সরানোর প্রয়োজন আমি দেখি না। উইকিতে ঘটনা সম্পর্কিত নিবন্ধ তো এমনই, তথ্য পাওয়া সাপেক্ষে তথ্য যোগ করলেই হল। এই ঘটনার তদন্ত হতে হয়তো আরো এক বছর লাগবে বা সব তথ্য এখন বিস্তারিত নাও পাওয়া যেতে পাতে, তাই বলে উইকির নিবন্ধ আটকে থাকতে পারে না, ব্যক্তিগত পাতায় সরানোর যৌক্তিকতা দেখি না। আফতাব (আলাপ) ১৩:০৯, ১৪ অক্টোবর ২০১৮ (ইউটিসি)