আলাপ:২০১৮-র নিরাপদ সড়ক চাই আন্দোলন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম পরিবর্তনে প্রস্তাবনা[সম্পাদনা]

আমার মনে হয়, নিবন্ধটির নাম হওয়া উচিত নিরাপদ সড়ক চাই আন্দোলন, ২০১৮। Fahim fanatic (আলাপ) ০৯:১৩, ৭ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

খুব সম্ভবত এরকমভাবে শিরোনাম রাখা হয়েছে আগের কিছু নিবন্ধ দেখে। যেমন, আমি কোটা আন্দোলনের নিবন্ধের শিরোনাম এভাবে ২০১৮ প্রথমে দিয়ে তৈরি করেছিলাম কারণ ২০১৩-র শাহবাগ আন্দোলন নামে এই নিবন্ধটি দেখে। সে যাইহোক, আমার ২০১৮ আগে বা পরে যেভাবেই হোক আপত্তি নাই। তবে যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে অন্য এরকম যেগুলো আছে সেগুলোও পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে দেখা যাক অন্যরা কি বলেন।--~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪২, ৭ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলাদেশে সংগঠিত সকল আন্দোলনই প্রথমে বছর দিয়ে বলার একটি প্রবণতা রয়েছে বলে সেই ধারাবাহিকতায় এধরণের নামকরণ করা হয়; যেমনঃ আমরা বলি, ৯০-এর গণ আন্দোলন / ৫২-এর ভাষা আন্দোলন। তবে, সকলের মতামতের ভিত্তিতে নামকরণের বিষয়ে এবং সকল নিবন্ধের নাম পরিবর্তণে আমি নিজেও ঐকমত্য পোষণ করি। - Ashiq Shawon (আলাপ) ১১:৩০, ৭ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অসম্পূর্ণ তথ্য[সম্পাদনা]

1. fake news about rape of female student in Dhanmondi AL office should be incluted. 2. arrest and interrogation of a female actor should be included. 3. some parties including that photo journalist's intension to use this aggitation for serving own purpose should be added.