আলাপ:হায়দ্রাবাদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জ্ঞাতার্থে[সম্পাদনা]

@খাঁ শুভেন্দু: ব্যাঘ্র প্রকল্প এডিটাথন ২০১৯-এ অংশগ্রহণসহ অত্র নিবন্ধ সম্প্রসারণে ধন্যবাদ জানাই। তবে, নিবন্ধের বেশ কিছু জায়গায় ইংরেজি শব্দ রয়ে গেছে। নিবন্ধ গ্রহণকল্পে এগুলোর প্রতিবর্ণকরণ প্রয়োজন! - Suvray (আলাপ) ০৪:১৩, ২৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের নাম[সম্পাদনা]

বাংলা ভাষায় শহরটির নাম "হায়দ্রাবাদ" না হয়ে "হায়দরাবাদ" হওয়া যুক্তিযুক্ত। শহরটির নামের উৎস থেকে দেখা যায় যে শহরটির নাম এসেছে হায়দার মহলের নাম থেকে। হায়দারের বাসস্থান হওয়ায় নামটি হয়েছে হায়দার+আবাদ অর্থাৎ হায়দরাবাদ। নামটি যদি "হায়দার" না হয়ে "হায়দ্র" হত, তবে হায়দ্রাবাদ বানানটি সঠিক হত। তেলেগু ভাষায় শহরটির নাম "హైదరాబాద్" অর্থাৎ "হৈদরাবাদ্‌", যেখানে দ ও র একত্রে যুক্তবর্ণ হিসেবে নেই। ইংরেজি বানানেও (Hyderabad) d ও r-এর মাঝে e দিয়ে এটি দেখানো হয়েছে। Mashfi23 (আলাপ) ২১:১৮, ৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]