আলাপ:হাবিবুর রহমান লুধিয়ানভি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নাম প্রসঙ্গে[সম্পাদনা]

@Nahian: ভাই, পূর্ববর্তী নামটাই বাংলাতে বেশি ব্যবহৃত হয়। এই নামগুলো মূলত এসেছে আরবি থেকে। আরবিতে এরকম ভাগ ভাগ করে লেখা হয় না। তাছাড়া এরকম ব্যবহারও বাংলাতে দেখা যায় না। যেমনঃ শেখ মুজিবুর রহমান। এটাকে উপরের মত লিখলে হবে শেখ মুজিব-উর-রেহমান। কাজী নজরুল ইসলাম। এটাকে লিখলে হবে কাধী নধর-আল-ইসলাম। তাই আমার মতে, আগের নামটাই ভাল ছিল। আর ইসলামি অঙ্গনে ওরকমই ব্যবহৃত হয়। - ওয়াইস আলাপ ০৯:২৫, ২৫ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Owais Al Qarni: আচ্ছা, পূর্বের নামে স্থানান্তর করে দিচ্ছি। ~ নাহিয়ান আলাপ ০৯:৩০, ২৫ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Owais Al Qarni:

আমার পক্ষ থেকে উভয়কে অসংখ্য ধন্যবাদ SH Mahfooz (আলাপ) ০৭:৫১, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)SH Mahfooz[উত্তর দিন]