আলাপ:হাতিয়াড়া হাই মাদ্রাসা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উল্লেখযোগ্যতা[সম্পাদনা]

দুটি বিস্বাসযোগ্য তথ্যসূত্র দেওয়া হয়েছে। একটি আউটলুক্ ম্যাগাজিন ও অন্যটি সরকারি ওয়েবসাইট। সূতরাং {{উল্লেখযোগ্যতা}} ওপ্রাসঙ্গিক।--Buzzzman (আলাপ) ০৪:৪৬, ৬ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি যা তথ্যসুত্র দিয়েছেন, তাতে মাদ্রাসাটির অস্তিত্বের প্রমান হয়, উল্লেখযোগ্যতার নয়। আপনি এই পাতাটি পড়ে নিন WP:N এই মাদ্রাসাটি কেন গুরুত্বপূর্ণ তা প্রমান করুন, নচেৎ এইটি অপসারনের সম্ভবনা আছে।--জয়ন্ত (আলাপ - অবদান) ০৬:৩২, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
মাদ্রাসাটির অস্তিত্বের প্রমানের জন্য [১] এবং [২] যঠেষ্ট ও উল্লেখযোগ্যতা [৩] দ্বারা প্রমাণিত হয়। সংস্থা ও কোম্পানীর উল্লেখযোগ্যতা পড়লাম তাতে মনে হল হাতিয়াড়া হাই মাদ্রাসা অপসারনের অযোগ্য। আপনার মত জানতে আগ্রহী।--Buzzzman (আলাপ) ১৬:০১, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
মানলাম যে নিবন্ধটির উল্লেখযোগ্যতা আছে। কিন্তু নিবন্ধটিতে লাগানো ট্যাগে দেখুন লেখা আছে এ নিবন্ধটি উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠার জন্য প্রসারিত করুন, যার মানে নিবন্ধটির আকার বাড়ান। এজন্য আপনি মাদ্রাসা মাদ্রাসার ইতিহাস, অবস্থান, কার্যক্রম লিখে নিবন্ধটিকে প্রসারিত করতে পারেন। নতুবা এই ১ লাইনের নিবন্ধ পাঠকের বিরক্তির উদ্রেক ঘটানো ছাড়া আর কিছুই করবে না।--Aftab1995 (আলাপ) ১৬:৪৩, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি ঠিক বলেছেন এবং আমি চেষ্ঠা করছি তথ্য যোগার করতে কিন্তু কলেজ করে সময়ের অভাবে তা হয়ে উঠছে না। যাইহোক, আমার আপত্তি যদি উল্লেখযোগ্যতা প্রমাণ না হয়, তাহলে এ নিবন্ধটি মুছে ফেলার নীতি অনুযায়ী মুছে ফেলার যোগ্য বলে বিবেচিত হবে - এইখানে কারণ স্ম্প্রসারণের জন্য {{অসম্পূর্ণ}} ট্যাগ আছে।--Buzzzman (আলাপ) ২১:৪৪, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধে তখনই উল্লেখযোগ্য হবে যদি তাতে যাচাই করার মত পর্যাপ্ত পরিমাণে তথ্য থাকে। উইকিপিডিয়ান হিসেবে আমাদের কাজ হল নিবন্ধে থাকা তথ্যের ভিত্তিতে নিবন্ধ উল্লেখযোগ্য কি না তা যাচাই করা। কিন্তু নিবন্ধে পর্যাপ্ত তথ্য না থাকলে নিবন্ধটি উল্লেখযোগ্য দাবি করা অমূলক। নিবন্ধে তথ্য নেই কিন্তু তথ্যসূত্র দেখিয়ে বলবেন নিবন্ধ উল্লেখযোগ্য তা হয় না। নিবন্ধেই আপনাকে তথ্য এবং তথ্যসূত্র উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনার নিবন্ধটির বিষয় উল্লেখযোগ্য। বাজম্যানকে আমি ব্যক্তগতভাবেও কয়েকবার অনুরোধ করেছি, নিবন্ধে তথ্য যোগ করতে। কিন্তু নিবন্ধে তিনি এক লাইনও এরপরে যোগ করতে পারেন নি। নিবন্ধে তথ্যযোগের মাধ্যমেই আপনাকে উপস্থাপন করতে হবে যে মাদ্রাসাটি এই এই কারণে উল্লেখযোগ্য। তারপরে আসে যাচাই করার বিষয়টি যে ঐ তথ্যগুলো ঠিক আছে কি না। তথ্যের জন্য সঠিক তথ্যসূত্র রয়েছে কি না। আমি আবারও এখানে অনুরোধ করছি, আগে নিবন্ধে তথ্য যোগ করুন এবং তথ্যগুলো যাচাইয়ের জন্য যাচাইযোগ্য এবং নিরপেক্ষ তথ্যসূত্র দিন। নতুবা নিবন্ধটির বিষয় উল্লেখযোগ্য প্রমাণে হাজারও তথ্যসূত্রের লিংক দিলে, তা উইকিপিডিয়ার কোনো কাজে আসবে না, তাতে পাঠক বা উইকিপিডিয়া লাভবান হবে না।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:১৩, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি ঠিক বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে তথ্য নেই কিন্তু একটি স্কুল হিসাবে en:WP:NHS যেটুকু তথ্য আছে তা কি যঠেষ্ট নয়? আপনার মত অনুযায়ী বাংলা উইকিপিডিয়ার অধিকাংশ নিবন্ধ উল্লেখযোগ্য নয় কারণ হয় দু-এক লাইন অথবা কোন তথ্যসূত্রহীন নিবন্ধ আছে, উদাহরণ স্বরুপ রেডিও মেট্রোওয়েভ বা ফার্মাকগনসি, বিশেষ করে ত্রিনিদাদ ও টোবাগোর পরিবহন ব্যবস্থা। যাইহোক আমি চেষ্টা করব যাতে যাচাইযোগ্য সঠিক তথ্য দ্বারা দ্রুত সম্প্রসারন করতে--Buzzzman (আলাপ) ২১:৪৪, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]