আলাপ:হাজরে আসওয়াদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রিয় Moheen Reeyad এবং প্রিয় Intakhab ctg এটার প্রকৃত উচ্চারণ কি হাজরে আসওয়াদ নয়? ছোটবেলা থেকে এটার উচ্চারণ হাজরে আসওয়াদ জেনে এসেছি। এখন হজরে আসওয়াদ দেখে কিছুটা বিভ্রান্ত হচ্ছি। الحجر الأسود‎ al-Ḥajar al-Aswad অনুযায়ী তো হে যবর হা - ই হয়। ফেরদৌস (চ্যাট!) ০১:১৭, ২৭ মে ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Ferdous ভাই, বইপত্রে যতদূর দেখেছি দুইভাবেই লেখা হয়। তবে বানান "হা" দিয়ে হলে মূল উচ্চারণের কাছাকাছি হবে। নিবন্ধের নাম হাজরে আসওয়াদ রাখা যেতে পারে। Intakhab ctg (আলাপ) ০৭:২২, ২৭ মে ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
Intakhab ctg ভাই, আপনার পজেটিভ দৃষ্টিভঙ্গীর জন্য ধন্যবাদ। আমার মনে হয় বানানের ক্ষেত্রে বহুল প্রচলিত বানানগুলোকেই প্রাধান্য দেয়া উচিত। কারণ শুধু নিবন্ধ লিখলেই তো হবে না পাঠককে সহজে খুঁজে পাওয়ার ব্যবস্থা করতে হবে। যেমন ধরুন ঐশ্বর্যা রাই বচ্চন পাতাটি, কোন বাঙালি কি বাংলাদেশী পাঠক এই নামে নিবন্ধ খুঁজবে না, খুঁজবে ঐশ্বরিয়া রাই বচ্চন নামে। কিন্তু উইকিতে পাতাটি আছে ঐশ্বর্যা নামে। ফেরদৌস (চ্যাট!) ০৯:২৪, ২৭ মে ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]