আলাপ:সেলজুক বেগ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নতুন পাতা তৈরি[সম্পাদনা]

https://en.m.wikipedia.org/wiki/Seljuk_(warlord) এইটা এই পেইজের ইংরেজি লিংক বাংলায় অনুবাদ করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি TaxuxTo (আলাপ) ১৮:৩০, ৮ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@TaxuxTo: উইকিতে আসলে কোন কর্তৃপক্ষ লিখে না, যারা কাজ করে তাঁরা আপনার আমার মত সম্পাদক, স্বেচ্ছাসেবক। আপনি নিজেও তৈরি করতে পারেন। আপনি অনুবাদ শুরু করে দিন, কোন সাহায্য লাগলে জানাবেন। --আফতাব (আলাপ) ১৯:৪০, ৮ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

কিভাবে অনুবাদ করতে হয় আমি পারি না। আমাকে সাহায্যে করুন TaxuxTo (আলাপ) ০৬:১৬, ৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ প্রসঙ্গে[সম্পাদনা]

@TaxuxTo:,দেখুন সেলজুক (সেনাপতি) নামক নিবন্ধতে কোনো তথ্য না থাকায়, তা লাল লিঙ্ক আকারে প্রদর্শিত হচ্ছে। আপনি এই লিঙ্কে প্রবেশ করামাত্রই একটি খালি পাতা আপনার সম্মুখে প্রদর্শিত হবে। এরপর এই পাতায় আপনি নির্ভয়ে সম্পাদনা করতে পারেন; সম্পাদনা শেষে সংরক্ষণ করবেন। আমি আপনাকে এই নিবন্ধের ইংরেজি পাতার ইংরেজি লিঙ্ক দিচ্ছি [এই লিঙ্কে] প্রবেশ করে, পাতাটিকে অনুবাদ করুন, কিন্তু html code এর অভ্যন্তরে যেসব লেখা যেমন refএই কোডগুলোকে বাংলা করবেন না, আর বাকি তথ্যগুলোকে ভাষাগত ভাবে অনুবাদ করে নিবেন। এছাড়াও আলাপ বার্তায়, কিভাবে অনুবাদ করতে হয়; তার বিস্তৃত বিবরণ আছে। আপনি সেই নির্দেশিকা মোতাবেক অনুবাদ করতে পারেন। অনুবাদ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিজের খেলাঘর পাতা ব্যবহার করতে পারেন। যেমনঃ ব্যবহারকারী:TaxuxTo/খেলাঘর অংশে আপনি আপনার মত করে অনুবাদ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করলে, অন্য উইকিপিডিয়ানরা, আপনার পরীক্ষনে হস্তক্ষেপ করবেন না। Fahim fanatic (আলাপ) ০৬:৪৮, ৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ কি গুগল ট্রান্সলেটর এর মাধ্যমে করবো নাকি উইকিপিডিয়ার কোন নিয়ম আছে তার মাধ্যমে করবো?? TaxuxTo (আলাপ) ০৮:৪৫, ৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

এই পাতা অনাকাঙ্ক্ষিত ভাবে তৈরী হয়েছে এই পাতা ডিলিট করা হউক TaxuxTo (আলাপ) ১৩:১৪, ৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অগুছালো[সম্পাদনা]

এই পাতাটি নতুন অনুবাদ করলা কেউ গুছাতে সাহায্য করুন TaxuxTo (আলাপ) ০৪:০৪, ১০ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]