আলাপ:সেভিল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: WAKIM কর্তৃক ৪ বছর পূর্বে "নিবন্ধের শিরোনাম" অনুচ্ছেদে

নিবন্ধের শিরোনাম[সম্পাদনা]

স্প্যানিশ Seville -এর বাংলা প্রতিবর্ণীকরণ হিসাবে সেভিল করা হলো; পূর্ব হতেই সেভিল বিশ্ববিদ্যালয় নিবন্ধ থাকায় এবং একাধিক নিবন্ধে এই শব্দটিকে ব্যবহার করায়। ভিন্ন বানান হিসাবে সেভিয়া শিরোনামে পুনর্নির্দেশ তৈরি করা হলো। - Ashiq Shawon (আলাপ) ২০:৪৩, ২০ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

 বিরোধিতা, সেভিলের চেয়ে সেভিয়া অধিক পরিচিত ও প্রচলিত। বিশেষ করে সেভিয়া ফুটবল ক্লাবের জন্য। আর স্পেনীয় প্রতিবর্ণীকরণে উচ্চারণসহ বলা আছে এটি সেভিয়া। আর ইংরেজির ন্যায় প্রতিবর্ণীকরণ করতে গেলে তা হবে সাভিল (səˈvɪl), যেখানে ə কে "আ"-এর মত উচ্চারণ করতে বলা হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যেই সেভিল বিশ্ববিদ্যালয়-কে ভিত্তিকে করে এই শিরোনামটি পরিবর্তন করা হয়েছে, সেই সেভিল বিশ্ববিদ্যালয় শিরোনামে স্পষ্টত ভুল রয়েছে। তাই এই শিরোনামটি সেভিয়া রেখে বরং সেভিল বিশ্ববিদ্যালয়কে সেভিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা উচিত।--ওয়াকিম (আলাপ) ২১:২৪, ২০ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন