আলাপ:সুচিত্রা মিত্র

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছবি সংযোজন[সম্পাদনা]

ছবি সংযোজনের জন্য ধন্যবাদ। এতোক্ষণ খালি খালি লাগছিল। আপাতত বিদায় নিচ্ছি ; ভুল-টুল ঠিক করে দেয়ার দায়িত্ব রেখে যাচ্ছি। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:৫৯, ৩ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য করার জন্য আপনাকেও ধন্যবাদ। পরবাস থেকে যে তথ্যগুলি দিলেন, সেগুলির তথ্যসূত্র তুলে দিলে ভাল হয়।--অর্ণব দত্ত (আলাপ) ১৮:১১, ৩ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
YesY পরামর্শ মতো তথ্যসূত্র যোগ করা হলো। আরো কিছু তথ্য সূত্র সহ যোগ করা হয়েছে। -Faizul Latif Chowdhury (আলাপ) ০৭:২২, ৫ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

বিয়ে, স্বামী, সন্তান বিষয়ক তথ্য[সম্পাদনা]

আপাতত নিবন্ধটি মোটামুটি দাঁড়িয়ে গেছে। প্রয়োজন বিয়ে, স্বামী, সন্তান বিষয়ক তথ্যাদি। হয়তো কারো জানা আছে। -Faizul Latif Chowdhury (আলাপ) ০৪:৪৭, ৫ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

আইপিটিএ-এর ধ্রুব মিত্রের সঙ্গে সুচিত্রাদেবীর বিয়ে হয়েছিল ১৯৪৮ সালের ১ মে। তাঁদের একমাত্র পুত্রসন্তানের নাম কুণাল মিত্র। তবে ১৯৫৫ সালের ডিসেম্বরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। (তথ্যসূত্র: মনে রেখো, সুচিত্রা মিত্র, আজকাল পাবলিশার্স প্রাঃ লিঃ, কলকাতা, ১৯৯৭ সংস্করণ, পৃ. ৪৪-৪৫) --অর্ণব দত্ত (আলাপ) ০৬:৪৮, ৫ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
তথ্যসূত্রটি যোগ করা হলো। ধন্যবাদ। তথ্যটি ইতোমধ্যে কেউ সংযোজন করেছেন। - Faizul Latif Chowdhury (আলাপ) ০৭:৪৪, ৫ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

রবীন্দ্রনাথের সাহচর্য[সম্পাদনা]

সুচিত্রা মিত্র রবীন্দ্রনাথের সাহচর্য লাভ করেছিলেন কি-না, দেখা হয়েছিল কি-না, গান শুনিয়েছিলেন কি-না, তা যাচাই করা আবশ্যক। কখন, কোথায এই তথ্যও দরকার। - Faizul Latif Chowdhury (আলাপ) ০৪:৪৭, ৫ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

সুচিত্রা মিত্রের পিতৃদেব সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের সঙ্গে ঠাকুর পরিবারের যোগাযোগ ছিল। সুচিত্রা মিত্রের একাধিক স্মৃতিচারণ থেকে জানা যায়, তিনি বাল্যকালে রবীন্দ্রনাথকে দেখেছিলেন, সৌরীন্দ্রমোহনের কন্যা হিসেবে যা হওয়া একান্ত অসম্ভব নয়। কিন্তু কণিকা বন্দ্যোপাধ্যায় যেভাবে রবীন্দ্রনাথকে গান শুনিয়েছিলেন, বা কবির কাছ থেকে দু-একটি গান শেখার সৌভাগ্য পেয়েছিলেন, সেই রকম কোনো কথা সুচিত্রাদেবী তাঁর আত্মকথায় উল্লেখ করেননি। আমার ধারণা, এমন ঘটনা ঘটে থাকলে, তিনি নিশ্চয়ই তার উল্লেখ করতেন। যেহেতু ঘটেনি তাই তিনি লেখেননি। --অর্ণব দত্ত (আলাপ) ০৬:৫৬, ৫ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
তাই আমারো অনুমান। - Faizul Latif Chowdhury (আলাপ) ০৭:৪৫, ৫ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিফাই করার প্রয়োজনীয়তা থাকতে পারে[সম্পাদনা]

সীমাবদ্ধতা সত্বেও ইতোমধ্যে নিবন্ধটিকে তথ্যসমৃদ্ধ করা গেছে। তবে সুচিত্রা মিত্রের গায়কী এবং সাঙ্গীতিক বৈশিষ্ট্যের ওপর একটি অনুচ্ছেদ খুবই দরকার। একজন সঙ্গীতজ্ঞই কেবল তা লিখতে পারেন। সে যাই হোক, নিবন্ধটি গত কয়েক ঘণ্টায় চট্‌জলদি লেখা। একে "উইকিফাই" করার আবশ্যকতা থাকতে পারে। সম্পাদকবৃন্দ সে কাজটি করতে পারেন। ভুল থাকলে শুধরে দিতে পারেন। অবিশ্বকোষীয় ব্যাপার-স্যাপার থাকলে সেগুলোরো একটা বিহিত করতে পারেন। ভাষা ও বানানের বিষয়গুলোও আছে। সবার মনোযোগ দরকার। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:৫৮, ৫ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]