আলাপ:সাইবার অপরাধ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অসম্পূর্ণ[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। নিবন্ধটি প্রতিযোগিতায় গৃহীত হতে হলে আপনাকে ইংরেজি নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করতে হবে। দয়া করে অনুবাদ শেষ করুন। অনুবাদ শেষ হওয়ার পর নতুন করে জমা দিতে হবে না। আমি পুনরায় দেখবো। ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ১৯:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ইংরেজী নিবন্ধের Documented cases বা নথিভূক্ত মামলাসমূহ অনুবাদ করা হয়নি কেননা এর অধিকাংশই ইউরোপীয় দেশসমূহের। বিশ্বের সর্ববৃহৎ সাইবার ক্রাইম বাংলাদেশ ব্যাংক কেলেঙ্কারী, ৫৭ ধারার কেসসমূহ, উপমহাদেশের সাইবার যুদ্ধের মতো বিষয়গুলি অনুল্লেখিত। তাই যদি কেউ সেই বিষয়গুলো তথ্যসূত্রসহযোগে যোগ করে তবে হয়ত বাংলা নিবন্ধ হিসেবে অধিক প্রাসঙ্গিক হতো। সেক্ষেত্রে কি অংশটুকু ভবিষ্যত সম্পাদনার জন্য রেখে দেব নাকি যা আছে সেটাই অনুবাদ করব? আর অন্য কোথাও অসম্পূর্ণ থাকলে একটু উল্লেখ করে দেবেন। ধন্যবাদ! --SMS_Shuvo (আলাপ) ১৫:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ সম্পূর্ণকরণ ও পুনর্যাচাই প্রসঙ্গে[সম্পাদনা]

নিবন্ধটির অনুবাদ পূনঃ যাচাই করার জন্য আহ্বান করা হলো। ধন্যবাদ! --শাহনেওয়াজ শুভ (আলাপ) ১২:১১, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পূর্ণ করুন[সম্পাদনা]

নিবন্ধটি পূনঃপর্যালোচনা করলাম। বেশ কিছু অনুচ্ছেদে একাধিক বাক্য বাদ গেছে যা গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করে। উদাহরণস্বরূপ হ্যারাসমেন্ট অনুচ্ছেদের ৩য় প্যারা, Computer as a tool অনুচ্ছেদের ১ম প্যারার শেষ কয়েকটি লাইন। নিবন্ধ লেখকের প্রতি অনুরোধ রইলো ভালোভাবে নিবন্ধটি রিভাইজ করার জন্য। এখনো প্রচুর নিবন্ধ পর্যালোচনার জন্য বাকি আছে। তাই অনুগ্রহ করে চুড়ান্তভাবে নিবন্ধটি জমা দিবেন। ফেরদৌস১৫:১২, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

প্রয়োজনীয় সম্পাদনা করা হয়েছে। পূনঃ পর্যালোচনা করুন। ধন্যবাদ!