আলাপ:সর্বকালের সেরা চলচ্চিত্রসমূহ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাপকাঠি[সম্পাদনা]

নিবন্ধটা খুব বেশি subjective হয়ে গেছে। সর্বকালের সেরা চলচ্চিত্রসমূহ কারো পক্ষেই বলে দেয়া সম্ভব না। বরং "অমুকের মতে সর্বকালের সেরা চলচ্চিত্র" - এরকম তালিকা করা যেতে পারে। নতুবা এটা POV হয়ে যাচ্ছে। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৫৮, ১ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

ইংরেজি উইকিপিডিয়াতেও নিবন্ধটা পড়লাম -- খুব বেশি মার্কিন-কেন্দ্রিক। লক্ষ্য করলে দেখা যাবে, মার্কিন চলচ্চিত্রই মূলত স্থান পেয়েছে। নিবন্ধটার অধিকাংশ তালিকাই মার্কিন সিনেমা/দর্শক/সমালোচকের মতের ভিত্তিতে বলে মনে হচ্ছে। তাই অনুবাদ করার সময় কার মতে তালিকা গুলো প্রস্তুত হয়েছে, তা বলতেই হবে। সেটা বললেও নিবন্ধটা POV দশা থেকে মুক্তি পাবে কি না, সন্দেহ হচ্ছে। -রাগিব (আলাপ | অবদান) ০৭:০১, ১ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

এটা উইকিপিডিয়ায় সিস্টেমেটিক বায়াসড এর একটি উদাহরণ, এ ধরণের নিবন্ধ ইংরেজী উইকিপিডিয়ায় চলে তবে অন্য কোন ভাষায় এ নিবন্ধটি তেমন গুরুত্ব বহন করে না। এবং অন্য ভাষার উইকিপিডিয়াতে POV দোষে দুষ্ট। যে জাতি যে ভাষায় কথা বলে সে ভাষার উইকিপিডিয়াতে সে জাতি সম্পর্কিত নিবন্ধে সিস্টেমেটিক বায়াসড হওয়াটা স্বাভাবিক কারণ তাতে বেশির ভাগ অবদানকারী সে জাতির। সেখানে তাদের প্রভাবও বেশি। কিন্তু বাংলায় এ নিবন্ধটি যেভাবে লেখা হচ্ছে আমার মনে হয় না সেটা ঠিক, এমন কি এখানে যদি সর্বকালের সেরা বাংলা চলচ্চিত্রও হত তাহলেও ব্যপারটা ঠিক হত না। এ ক্ষেত্রে রাগিব ভাইয়ের পন্থা অবলম্বন করা যেতে পারে, আসলে তাতেও POV মুক্ত হবে না।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৫৯, ১ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]
ভালভাবে ভেবে দেখিনি। মন্তব্যগুলো আমার কাছে ঠিকই মনে হচ্ছে। নিবন্ধটি নতুনভাবে লেখার চেষ্টা করবো। ভুল হয়েছে। এই ক্রমটি কিভাবে করা হয়েছে তা লিখিনি। লিখে দিচ্ছে। -- মুহাম্মদ ০৯:৪০, ১ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্য সূত্র সহায়তা[সম্পাদনা]

সেরা বাংলাদেশী চলচ্চিত্রের তথ্য সূত্র দেয়া হলো। তথ্যসূত্রের মূল অনুচ্ছেদে কেমন যেন গুলিয়ে গেল। সংশোধনের জন্য যে-কেউই এগিয়ে আসতে পারেন!! ধন্যবাদসহ -

Subrata Roy (আলাপ) ১৯:২৭, ২৩ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]