আলাপ:সবুজ তাপস (কাব্যগ্রন্থ)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Moheen কর্তৃক ১ বছর পূর্বে "পুনরুদ্ধারের স্বপক্ষে যুক্তি" অনুচ্ছেদে

পুনরুদ্ধারের স্বপক্ষে যুক্তি[সম্পাদনা]

উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (বই)-এর ১নং মাণদণ্ডে উত্তীর্ণ।

  1. বইটি যদি দুই বা ততোধিক গুরুত্বপূর্ণ‌ প্রকাশিত কর্মের বিষয়বস্তু হয়। সূত্রকে বই থেকে স্বাধীন হতে হবে। এর মধ্যে রয়েছে সকল প্রকারের প্রকাশিত কর্ম যেমন খবরের কাগজের নিবন্ধ, অন্যান্য বই, টেলিভিশন ডকুমেন্টরি, সর্বাধিক বিক্রয়ের তালিকা, ও পর্যালোচনা। যেসব মাধ্যমকে বিবেচনা করা যাবে না তার মধ্যে রয়েছে প্রেস বিজ্ঞপ্তির পুনর্মুদ্রণ, ফ্ল্যাপ কপি অথবা এমন কোনো প্রকাশনা যাতে বইয়ের লেখক, প্রকাশক, এজেন্ট বা অন্যান্য সুবিধাপ্রাপ্ত কেউ বিজ্ঞাপন বা বই সম্পর্কে উল্লেখ করে।
দুই বা ততোধিক প্রকাশিত কর্মের বিষয়বস্তু ও পর্যালোচনা রয়েছে।

উল্লেখযোগ্যতার সাধারণ সূচক মাণদণ্ডে উত্তীর্ণ।

  1. বিষয়বস্তুর স্বাধীনতা আছে এমন নির্ভরযোগ্য উৎসে তাৎপর্যপূর্ণ প্রচার রয়েছে।
  2. নির্ভরযোগ্য উৎস নির্দেশাবলী অনুযায়ী উল্লেখযোগ্যতার যাচাইযোগ্য মূল্যায়ন করার মত সম্পাদকীয় সততা রয়েছে।
  3. সূত্র কোন ওয়েবসাইটেই পেতে হবে.. এমন কোন কথা নেই। তবে উল্লেখযোগ্য দৈনিক পত্রিকায় প্রকাশিত দুই-এর অধিক (মুদ্রিত) সংস্করণের বিস্তারিত যোগ করা হল।

~মহীন (আলাপ) ২০:৪৪, ১৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন