আলাপ:শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বুদ্ধিজীবী বানান[সম্পাদনা]

বিভিন্ন ধরনের বানান ভুল দেখা যাচ্ছে-- বুদ্ধিজীবি, বুদ্ধিজিবী। যখন ছোট ছিলাম, তখন ব্যানারে "শ্রদ্ধাঞ্জলি" বানান ভুল (দীর্ঘ ঈ কার দিয়ে করাটা ভুল) নিয়ে হইচই হত। বুদ্ধিজীবী বানানে তখন ভুল হত না। এখন শ্রদ্ধাঞ্জলি ঠিক হয়ে গেলেও বানানের ভুত একুশ শতকে এসে বুদ্ধিজীবীর ঘাড়ে চড়াও হয়েছে। প্রায়ই ব্যানারে, এমনকি কিছু পত্রিকাতেও "বুদ্ধিজীবি" বানান দেখা যায়। --অর্ণব (আলাপ | অবদান) ১১:২৫, ৪ মার্চ ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]