আলাপ:শব্দীয় বর্ণমালা লিপি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের শিরোনাম পরিবর্তন[সম্পাদনা]

@Aftabuzzaman: @Zaheen: নিবন্ধের নাম দেওয়া আছে শব্দীয় বর্ণমালা লিপি, কিন্তু এই ধরনের লিখন পদ্ধতির (Abugida) বাংলা নাম কোন বইয়ে পাইনি। বাংলায় Abjad-কে যেহেতু আবজাদ বলা হয়েছে, তাই Abugida-কে আবুগিদা বলা যেতে পারে। আবার এই ধরনের লিপিকে ইংরেজিতে alphasyllabary-ও বলা হয়। সেই অনুযায়ী বর্ণাক্ষর লিপি বলা যেতে পারে কি না একটু ভেবে দেখবেন। তবে বিভিন্ন দক্ষিণ এশীয় ভাষায় আবুগিদা বলা হয়। --- য় (আলাপ) ১৪:২১, ২৯ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Tanay barisha: ব্যাকরণ নিয়ে আমার ধারণা কম। তাই আমি অর্ণব ভাইয়ের উপর ছেড়ে দিচ্ছি। --আফতাব (আলাপ) ২০:২৮, ৩০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen: --আফতাব (আলাপ) ১৬:৫৮, ২৬ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Tanay barisha এবং Aftabuzzaman::হ্যাঁ, এইসব পরিভাষা ভাষাবিজ্ঞানের বাংলা গ্রন্থে ব্যবহৃত হয় না। আমার মনে হয় বাংলায় স্বল্প পারদর্শী বিদেশী কেউ একজন বেশ কয়েক বছর আগে এগুলি ভুল অনুবাদ করেছিল (আমি সেসময় উইকিতে অনুপস্থিত ছিলাম) এবং এরকম অনেকগুলি নিবন্ধেই সে হাত দিয়েছে। আমার গত বছরই ব্যাপারটা নজরে এসেছিল। কিন্তু তখন সময় দিতে পারিনি। তনয়কে অনেক ধন্যবাদ ব্যাপারটা আবার ধরিয়ে দেওয়ার জন্য। আমি একটু সময় পেলেই আপনার সাথে আলোচনা করে সবগুলি একসাথে দেখব ও ঠিক করে দিব। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:১৫, ২ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]