আলাপ:ল্যাটেক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ল্যাটেক নাকি লেইটেক/লেটেক?[সম্পাদনা]

আমার তো মনে হয় লেইটেক। বা সংক্ষিপ্ত বানানে লেটেক। অন্তত আমি সবসময় এভাবেই উচ্চারণ করে আসছি। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:১৫, ২৮ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

দুইটিই প্রচলিত উচ্চারণ (LaTeX is usually pronounced [ˈleɪ.tɛk] or [ˈlɑ.tɛk] in English - ইংরেজি উইকিপিডিয়া থেকে)। আমি মোটামুটি সবাইকে ল্যাটেক উচ্চারণ করতে শুনেছি। --রাগিব (আলাপ | অবদান) ১৯:২৮, ২৮ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার দেয়া উদ্ধৃতি অনুসারে কিন্তু সবাই হয় লেইটেক [ˈleɪ.tɛk] বলে কিংবা লা-টেক [ˈlɑ.tɛk] বলে, ল্যাটেক নয়। আর আমি প্রায় সবসময় লেইটেক উচ্চারণ করতে শুনেছি। লেজ্‌লি ল্যাম্পোর্ট নিজে অবশ্য উচ্চারণের ব্যাপারে আগ্রহী নয়। ল্যাটেক আমার কাছে গেঁয়ো, অশিক্ষিত, অ-ইংরেজি লাগে। অনেকটা "ম্যাট্রিক্সের" মত। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
দুঃখিত, অসিক্কিত মিস্তিরি মানুস বইলা উসসারণ বালা না। মাফ কইরা দিবেন। কানে যা আসছে, ঐডা তাইলে লাটেকই অইবো, লেইটেক হুনি নাই। হইতে পারে, অসিক্কিত আম্রিকানগো লগেই গুরি। Back to serious discussion, I think both the pronunciations are used, don't know if preference to Lay-tech over Lah-tech is more of a US thing or a british thing. I don't see how you conclude "বেশিরভাগের পছন্দ লেইটেক ... do you have any references to back that up? --রাগিব (আলাপ | অবদান) ২০:১২, ২৮ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
এখানে তিনটা বানান নিয়ে কথা হচ্ছে - ল্যাটেক, লেইটেক/লেটেক, লাটেক। ল্যাটেক-এর পক্ষে কোন রেফারেন্সই ইন্টারনেটে নেই। থাকার কথাও না। লেইটেক/লেটেক, কিংবা লাটেক-এর পক্ষে অনেক রেফারেন্স আছে - ইংরেজি উইকি থেকে শুরু করে ওয়েবের সর্বত্র। আমার আগের মন্তব্যটাতেই তিনটা রেফারেন্স দিয়েছি। এর মধ্যে একজন তো স্পষ্ট বলছে "It's just like you would pronounce the world "latex" except for replacing the final sound "ks" with "k" (because it's a derivative from TeX)." [১], অর্থাৎ সে লেইটেক বলে। বার্কলির ছাত্র বলছে I usually pronounce it "LAY-tek", though some pronounce it "LAH-tek".। আমার মনে হয় আরো ঘাঁটলে দেখা যাবে লেইটেক উচ্চারণকারীর সংখ্যাই মেজরিটি। --অর্ণব (আলাপ | অবদান) ২১:১৭, ২৮ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
আমি বলছি লাটেক ও লেইটেকের মধ্যে কোনটা অধিক ব্যবহৃত, তার যদি সংখ্যাগত পরিসংখ্যান না থাকে, তাহলে random ওয়েবসাইট ঘেঁটে ব্যক্তিগত মতামতের ভিত্তিতে কোনটা মেজরিটি আর কোনটা মাইনরিটি, তা ঠিক করা যাবে না। বার্কলের ছাত্র তার ব্যক্তিগত পছন্দ বলেছে, তাকে এই বিষয়ের "অথরিটি" হিসাবে ধরার কোনো কারণ দেখছি না। "বেশিরভাগের পছন্দ লেইটেক, একথা কোথাও পেলাম না। অধিকাংশ স্থানে বলা হয়েছে, লেইটেক ও লাটেক এই দুটিই প্রচলিত উচ্চারণ। --রাগিব (আলাপ | অবদান) ২২:৫০, ২৮ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি দেখি এখন কথা ঘোরাচ্ছেন। আপনি তো ভাবছিলেন "ল্যাটেক" উচ্চারণ করে। আমি তো দেখালাম সেটা করে না। এখন কত % লেইটেক আর কত % লাটেক ব্যবহার করে, তা তো জরিপ না চালিয়ে বলা যাবে না। আমার অভিজ্ঞতায় বলছে লেইটেক-এর % বেশি হবে। কেননা আমেরিকায় লাটেক বলার সম্ভাবনা কম ("লাটে" ওরা কেবল বলে দুধ-মেশানো কফির ফরাসি নামটা বলার সময়, সুতরাং লাটেকের ফরাসি-ইউরোপীয় গন্ধ ওদের পছন্দ হবে না আমার মনে হয়)। তাছাড়া a-কে আ বলার ঝোঁক ব্রিটিশদের বেশি, যেমন ব্রিটিশরা বলে টোমাটো, আর মার্কিনীরা বলে টমেটো। ইন্টারনেটে লেটেকের বেশির ভাগ সাইটে একই ধরনের কথা বলছে। ওরা বলছে সবাই সাধারণত লেইটেক উচ্চারণ করে, তবে "perhaps", "some" লাটেক উচ্চারণ করে। --অর্ণব (আলাপ | অবদান) ২৩:০৬, ২৮ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
একটু গুগলামি করলাম। দেখতে পাচ্ছি, ইউসি বার্কলির এই কম্প সাই ছাত্র, আইসল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী, ইউসি স্যান ডিয়েগোর এই পলি সাই ছাত্র, আরও অনেকে বলছে হয় লেইটেক কিংবা লাটেক উচ্চারণ করার কথা, তবে বেশির ভাগের পছন্দ লেইটেক। ল্যাটেকের কথা কোথাও দেখছি না। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

এই আলোচনায় খানিকটা মজা পেয়ে গেছি। Leslie Lamport, যিনি LaTeX-এর উদ্ভাবক, তার কী মত পড়া যাক: "One of the hardest things about using LaTeX is deciding how to pronounce it. This is also one of the few things I'm not going to tell you about LaTeX, since pronunciation is best determined by usage, not fiat. TeX is usually pronounced teck, making lah-teck, lah-teck, and lay-teck the logical choices; but language is not always logical, so lay-tecks is also possible." (আমার সংগ্রহের LaTeX: A Document Preparation System, pp. 5 থেকে)

অর্থাৎ ল্যাম্পার্ট নিজে ব্যাপারটা ব্যবহারকারীদের হাতে ছেড়ে দিতে চান, তবে আন্দাজ করছেন এটা লেইটেক কিংবা লাটেক এ দুটোর যেকোন একটা হবে। Diplomatic.  :-) --অর্ণব (আলাপ | অবদান) ০০:০০, ২৯ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনা থেকে আমার মনে হয় এটা স্পষ্ট যে সফটওয়্যারটার উচ্চারণ ল্যাটেক নয়, বরং লেটেক বা লাটেক হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু কেউ কোন কিছু বলছেন না, আমি লেটেক-এ নিবন্ধটাকে সরিয়ে দিতে চাই। --অর্ণব (আলাপ | অবদান) ১০:৪৯, ২৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলায় LaTeX[সম্পাদনা]

BTW, আমি বাংলা ভাষার জন্য একটা পূর্ণাঙ্গ Latex-ভিত্তিক সমাধান তৈরি করার চেষ্টা করছি (নিয়ত নিয়েছি আর কি)। কেউ আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। একসাথে কাজ করার শর্ত: অসাধারণ মেধা, ঔদ্ধত্য, বিনয়, ভদ্রতা, সময়, আর কথা দিয়ে কথা রাখার ক্ষমতা। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:২০, ২৮ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

লাটেক এ সরানো হবে কি না।[সম্পাদনা]

লেসলি ল্যাম্পার্টের মতে LaTeX এর সব উচ্চারনই বৈধ (এমনকি ল্যাটেক্স উচ্চারনও) তবুও এখানে যখন এত আলোচনাই হল, তাহলে এই নিবন্ধের ফাইনাল শিরোনাম কি পরিবর্তন করা হবে কি না সেটা সম্পর্কে অভিজ্ঞজনেরা মত দিন। আমি যেহেতু বাংলাদেশে আছি এবং বুয়েটের স্যাররা ল্যাটেক বলেন তাই এই শিরোনামেই নিবন্ধটি লিখেছিলাম। কোন উচ্চারনেই আমার কোন সমস্যা নাই। :-) --μακσυδআলাপ ১১:০৭, ২৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

লেজলির মতে সব উচ্চারণই বৈধ এটা ঠিক। কিন্তু যেকোন একটাই আমাদের রাখতে হবে, আর বাকিগুলি থেকে রিডিরেক্ট করে দিতে হবে। আমার জানামতে আমেরিকার বেশির ভাগ লোকজন যে লে(ই)টেকই বলে। আমি বার্কলি, ডিউক, স্ট্যানফোর্ড সব ইউনির ছাত্রদেরই (যারা এটা অনেক ব্যবহার করে) লেইটেক বলতে শুনেছি। কাউকে ল্যাটেক বলতে শুনিনি। বুয়েটের স্যারেরা বা অন্য অনেকে হয়ত লেটেক-কে ল্যাটেক, মেট্রিক্স-কে ম্যাট্রিক্স, কেবল-কে ক্যাবল, বেসিক-কে ব্যাসিক এইসব উচ্চারণ করেন। কিন্তু আমি লেটেক-ই prefer করি। আমরা যেহেতু কেবল, মেট্রিক্স, বেসিক, এভাবেই লিখছি, লেটেক-টাও সেভাবেই লেখা ভাল। --অর্ণব (আলাপ | অবদান) ১১:১৭, ২৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
যে উচ্চারণটি সর্বপরিচিত এবং বেশি বাংলাভাষী মানুষ ব্যবহার করে সেটাই ব্যবহার করা উচিত, সে ক্ষেত্রে বুয়েটের শিক্ষকবৃন্দ ভুল করেই হোক আর যে কারণেই হোক ব্যবহার করুন না কেন, তাতে দেশের মানুষ কোনটা জানছে এবং যেটা পরিচিত নাম সেটাই ব্যবহার করা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:১৬, ২৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
নাহ, এই যুক্তি মানতে পারছি না। দেশের অনেক মানুষ ক্যাবল, ব্যাসিক, ম্যাট্রিক্স, ইত্যাদি বলতে পারেন, কিন্তু তাই বলে সেই যুক্তিতে সেগুলিকে উইকিপিডিয়ায় গ্রহণ করা ঠিক হবে না। শুদ্ধ উচ্চারণ কেব্‌ল, বেসিক, মেট্রিক্স --- তাই সেভাবেই আমরা এখানে লিখব। আর ল্যাটেক তো আরও অপ্রচলিত। হাতে গোনা কয়েকজন বাংলাদেশী শিক্ষক-ছাত্র ছাড়া এই দেশে লেটেকের কথা কেউ জানেই না, ল্যাটেক উচ্চারণ করা তো দূরের কথা। উইকিপিডিয়া একটা বিশ্বকোষ, বানানের গণতন্ত্র নয়। আর এক্ষেত্রে গণতন্ত্রের যুক্তিও খাটে না। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:৪৮, ২৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলায় এমন অনেক অন্যভাষার শব্দ ভুলটাই সর্বজন ব্যবহৃত বলে বাংলা ভাষায় সঠিক বলে বিবেচিত। আর ক্যাবল, ব্যাসিক, ম্যাট্রিক্স কে তো ভুল বলা যাবে না, আর উইকিপিডিয়াতো সাধারণ মানুষের জন্যই তাই তাদের পরিচিত এবং বধগোম্য শব্দই আমাদের ব্যবহার করা উচিত। আমাদের শব্দটা বলতে গেলে অবশ্যই গণতন্ত্র আনতে হবে। উইকিতে আমাদের ছাড়া আমি চলে না।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:৩৭, ২৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
প্রথমত, ল্যাটেক সর্বজনগৃহীত বানান কিংবা উচ্চারণ নয়। দ্বিতীয়ত, লেটেক ও ল্যাটেকের মধ্যে পরিচিতি ও বোধগম্যতার প্রশ্ন উঠতেই পারে না, কেন না লেটেকের এমনিতেই তেমন কোন পরিচিতি বাংলাদেশে নেই। লেটেক নামে এই সফটওয়্যার ছাড়া আর কোন বস্তুও পৃথিবীতে নেই, তাই দ্ব্যর্থতার প্রশ্নটাও ওঠানো যায় না; একজন সাধারণ মানুষের কাছে লেটেক যা, ল্যাটেকও তা। আর লেটেক শব্দটা উচ্চারণ করতে ল্যাটেকের চেয়ে কষ্টও বেশি হয় না। সুতরাং উচ্চারণের কষ্ট, সাধারণ মানুষের পরিচিতি ও বোধগম্যতা কোন মাপকাঠিতেই লেটেক ব্যবহার করতে কোন বাধা নেই। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:০২, ২৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

লাটেক নিয়ে পুরনো প্যাচাল[সম্পাদনা]

ল্যাটেক দেখে খুবই বিস্মিত হলাম। আমি পৃথিবীর কাউকে কোনদিন ল্যাটেক উচ্চারণ করতে শুনিনি। হয় লেইটেক, নয়তো লাটেক। বানানের সুবিধার্থে লাটেক ই গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে। ল্যাটেক কেন? কেউ চাইলে গুগল ট্রান্সলেটরে Latex লিখে উচ্চারণটা শুনে দেখুন। ল্যাটেক উচ্চারণের তথ্যসূত্র দরকার। -- মুহাম্মদ (আলাপ) ১৭:০৩, ১৮ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]