আলাপ:রূপান্তরিত লিঙ্গ এবং ধর্ম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অপসারণের আপত্তি[সম্পাদনা]

লেখাটি আমি শুরু করেছি। এবং শেষ করতে চাই। এবং আমি আস্তে আস্তে লিখি। দ্রুত অপসারণ না করে একটু অপেক্ষা করা যাক।

আর যে লিংকগুলো তথ্য উৎস হিসেবে দেয়া হয় সেগুলো কি ভেরিফাই করা হয় ?

এফ রহমান বাংলাদেশী (আলাপ) ০০:৫৮, ১৬ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

এফ রহামান, আপনি আপনার লেখা চালিয়ে যান, যদি এই নিবন্ধ পূর্ণাঙ্গ রূপ পায় তাহলে এই অপসারণ ট্যাগ সরিয়ে ফেলা হবে। আপনি ইচ্ছা করলে নিজের খেলাঘর বা উপপাতায় তৈরি করে এখানে পেস্ট করে দিতে পারেন। আর তথ্যসূত্র চাইলে আপনি ইংরেজি নিবন্ধটি থেকেও নিতে পারেন। উৎস সম্পর্কে আরও জানার জন্য এই পাতাটি দেখুন।-- তাওহীদ ০৬:০২, ১৬ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আপত্তি[সম্পাদনা]

ইংরেজি নিবন্ধ transgender and religions এর সাথে আন্তঃউইকি সংযোগ জুড়ে দিয়েছি| আমার মনে হয়, অপসারণ না করে রাখা উচিৎ| কারণ, এটি একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয়| একমত নই অপসারণের বিপক্ষে| Sharif uddin (আলাপ) ০৫:৩৪, ১৬ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ইসলামে হিজড়া হওয়ার কারণ[সম্পাদনা]

রহমান ভাই, এই লিংক দুইটা দেখেন| http://www.facebook.com/post/5401009027 http://www.scribd.com/mobile/doc/98183263 দ্বিতীয় লিংকটাতে হাদীস নং ও ঐ হাদীসে রজস্রাবকালে সংগমকারী এক মহিলার হিজড়া সন্তান জন্ম দেওয়ার ঘটনা বলা আছে| আপনি চাইলে গুগলে আরো খুজে দেখতে পারেন| আমি মোবাইল থেকে কাজ করছি তাই ইচ্ছা থাকলেও খুব বেশি সাহায্য করতে পারছি না| Sharif uddin (আলাপ) ১২:৩৭, ১৬ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]