আলাপ:রুয়াল আমুনসেন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Mehrab ১৭:৫৮, ১৪ এপ্রিল ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

প্রতিবর্ণীকরণ[সম্পাদনা]

এই লোকের নামের মূল নরওয়েজীয় উচ্চারণ হল রূয়াল্‌ আম্যুন্‌স্যন্‌। নরওয়েজীয় ভাষার বানানের নিয়ম অনুযায়ী "l"-এর পরে "d" উচ্চারিত নয় (দ্রঃ উইকিপেডিয়া:বাংলা_ভাষায়_নরওয়েজীয়_শব্দের_প্রতিবর্ণীকরণ)। এটা অনেকটা বাংলার অনুচ্চারিত "ব"-ফলার মত (যেমন "স্বাধীন")। আমি জানি না বাংলা পত্র-পত্রিকায় বা বৈ-টৈয়ে Roald-এর নাম সাধারণতঃ কীভাবে বানান করা হয়... এটাও হতে পারে যে তাঁর নামের ভুল উচ্চারণ (রোয়াল্ড এমুন্ডসেন) ক্রমে ক্রমে বাংলায় standard হয়ে গেছে। কিন্তু আমার মতে তাঁর নামের সহজবোধ্য বাংলা রূপ "রুয়াল আমুনসেন" হওয়া উচিৎ (দ্রঃ উইকিপেডিয়া:বাংলা_ভাষায়_বিদেশী_শব্দের_প্রতিবর্ণীকরণ#)। দয়াকরে আপনাদের মতামত দিন। --সামীরুদ্দৌলা ২৩:১৫, ২১ আগস্ট ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

এনার নামের কোন স্ট্যান্ডার্ড বানান বাংলায় এখনও হয় নি। প্রতিবর্ণীকরণের নীতি মেনে আমি আপনার পরামর্শমত রুয়াল আমুনসেন-এ সরিয়ে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ২৩:৪০, ২১ আগস্ট ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]