আলাপ:রাহুল সাংকৃত্যায়ন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রোলব্যাকের অনুরোধ[সম্পাদনা]

২৪ ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত সর্বশেষ সম্পাদিত ব্যবহারকারী:Tauhid16 এর সম্পাদনা হতে ব্যবহারকারী:DateDelinkerBot-এর সম্পাদিত সংস্করণে ফেরতের অনুরোধ করছি।

২ ফেব্রুয়ারিতে আইপি ঠিকানা 119.30.45.61 তিনবার রাহুল সাংকৃত্যায়ন নিবন্ধনে সম্পাদনা করা হয়। এর মধ্যে শেষবার তিনি ভ্রমণ অনুচ্ছেদে সুত্রহীন সম্পাদনা করেন। যাতে বখতিয়ার খিলজিকে সাম্প্রদায়িক উগ্র মুসলিম বলে বিশেষায়িত করেন। আমার জানামতে ভাল হউক খারাপ হউক কাউকেই বিশেষায়িত করা যাবে না। আর তিনি যা করেছেন তা সম্পূর্ণ বিষয়বহির্ভূত। এখানে উল্লেখ্য, হিন্দু ব্রাহ্মণ সেনেরাই (উত্তর পশ্চিম ভারত থেকে আগত) পাল বৌদ্ধদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় এবং হিন্দু ধর্মকে চার বর্ণে বিভাজিত করে। তারা বিভিন্ন বৌদ্ধ তীর্থ স্থানসহ বিভিন্ন পাল কীর্তি ধ্বংস করে। এই আইপির সম্পাদনাটি একেবারেই একপাক্ষিক যা উদ্দেশ্যপ্রণীতভাবে একটি সম্প্রদায়কে আঘাত করা ও ইতাহাস বিকৃত করার অপরাধী। তাই এর সম্পাদনাটি অপসারণের অনুরোধ করছি। --- তাওহীদ (আলাপ) ১৪:৪৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

একমত -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে --Aftab1995 (আলাপ) ১৪:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ @ Aftab1995। -- তাওহীদ (আলাপ) ১৫:০১, ২৪ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]