আলাপ:রায়গড় জেলা, মহারাষ্ট্র

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: শরদিন্দু ভট্টাচার্য্য কর্তৃক ৩ বছর পূর্বে "নাম প্রসঙ্গে" অনুচ্ছেদে

নাম প্রসঙ্গে[সম্পাদনা]

@Asmita comp: - মহাশয়া, আপনার জ্ঞাতার্থে এই আলোচনাটি যে, মহারাষ্ট্রে রায়গড় নামে একটি জেলা রয়েছে। আপনি উক্ত লিংকে গিয়ে দেখতে পারেন, ভারতের দুটি রাজ্যের একই নামে জেলা থাকার ফলে মহারাষ্ট্রে অবস্থিত রায়গড় জেলাটির পাশে রাজ্যের নাম উল্লেখ করা হয়েছে। আপনার কাছে অনুরোধ ছত্রিশগড়ের (ছত্তিসগড়) জেলার ক্ষেত্রে একই পদ্ধতি প্রয়োগ করা হোক। সম্মতি বা অসম্মতি থাকলে জানান। - শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ০৬:২৫, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমার পূর্ণ সম্মতি রয়েছে। আপনি স্থানান্তর করতে পারেন। ০৬:২৯, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)