আলাপ:রাক্ষস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নামকরণ প্রসঙ্গে[সম্পাদনা]

বাঙালি পরিমন্ডলে রাক্ষস শব্দটি দুইটি প্রেক্ষাপটে ব্যবহৃত হয়। এক রূপকথার গল্পে দুই হিন্দু মাইথোলজিতে। রূপকথার গল্পে যে রাক্ষস খোক্ষসদের দেখা যায় বর্ণনাগতভাবে হিন্দু পুরাণের রাক্ষসদের থেকে আলাদা বলা চলে। এই নিবন্ধের বিষয়বস্তু এবং ভাষার ব্যবহার হিন্দু পুরাণের রাক্ষসকে বর্ণনা করেছে। তাই এই নিবন্ধের নাম রাক্ষস (হিন্দুধর্ম) কিংবা অসুর (হিন্দুধর্ম) রাখা যেতে পারে। ফেরদৌস০৪:২৯, ১৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]