আলাপ:রশিদ চৌধুরী/ভালো নিবন্ধ ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Rafaell Russell (আলাপ · অবদান) ১১:১৭, ৩০ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

রাসেলকে পর্যালোচনা শরু করার জন্য ধন্যবাদ। ইতোমধ্যে নিবন্ধটি সম্পূর্ণ হয়েছে বলা চলে। তাই এই পর্যালোচনায় অভিজ্ঞদের পরামর্শ আশা করছি। এতে করে ভূলত্রুটি সংশোধনে সুবিধা হবে। --মহীন রীয়াদ (আলাপ) ১৮:৫১, ২৪ মে ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]


ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক[সম্পাদনা]

Bodhisattwa (আলাপ · অবদান) ২০:০৫, ২৪ মে ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

পরিবর্তন প্রয়োজন[সম্পাদনা]

  1. বেশ কিছু বানান ভুল চোখে পড়ল, যেমন উর্ত্তীন্ন, কার্পন্য, গ্রহনের, কণ্যাদের, কর্মজীবেরন, সাক্ষ, যক্ষায়
  2. টাইপো ফিক্স করা দরকার - এরইফাঁকে, ট্রাপিস্ট্রিের, চিত্র্রও, চিকিৎসাা
  3. জন্ম বাংলাদেশ না করে ব্রিটিশ ভারত করা দরকার, কারণ ১৯৩২ খ্রিস্টাব্দে বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হয়নি। তথ্যছকেও পরিবর্তন দরকার।
  4. একই কারণে জাতীয়তা ও নাগরিকত্ব ঠিক করা দরকার- ব্রিটিশ ভারতীয় (১৯৩২-১৯৪৭), পাকিস্তানি (১৯৪৭-১৯৭১), বাংলাদেশী (১৯৭১-১৯৮৬)
  5. তথ্যছকে পুরস্কারে একুশে পদকের তলায় যে (আরও) লিঙ্ক রয়েছে, তাতে ক্লিক করলে আবার নিবন্ধতেই ফিরে আসছে, এটি ঠিক করা দরকার।
  6. ভাষা আরেকটু প্রাঞ্জল হলে ভালো হয়, যেমন- তার বড় চাচা আলীমুজ্জামান চৌধুরী; যার নামেই নামকরণ হয়েছে আলীমুজ্জামান সেতু এবং আলীমুজ্জামান হলের। বাক্যটিকে কি তাঁর বড় চাচা আলীমুজ্জামান চৌধুরীর নামে আলীমুজ্জামান সেতু এবং আলীমুজ্জামান হলের নামকরণ হয়েছে। এরকম করা যায়? ভালো কথা ভারতীয় বলে কি না জানি না, আমি ব্যক্তিগত ভাবে আলীমুজ্জামান সেতু এবং আলীমুজ্জামান হলের সঙ্গে পরিচিত নই। এগুলি কোন স্থানের সেতু বা হল উল্লেখ করলে ভালো হয়।
  7. এসময় তাদের বাড়িতে যাতায়াত ছিলো এনামুল হক চৌধুরীর; যাকে হেনা কাকা বলে ডাকা হতো। ভাববাচ্যে না দিয়ে কর্তৃবাচ্যে দিলে ভালো হয়, হেনা কাকা বলে কে ডাকতেন সেটা বলে দিলেও ঠিক হয়।
  8. ঢাবি না লিখে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ করে লিখলে ভালো হয়।
  9. ওই সময় তাকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হয়। - যদিও পরের উক্তি থেকে বোঝা যাচ্ছে, তবুও এই বাক্যে কোন সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়, তা বললে ভালো হয়।
  10. কর্মজীবন অনুচ্ছেদের প্রথম দিকের বেশ কিছু কথা আগের ১৯৬০-এর দশকে অনুচ্ছেদে বলা হয়ে গেছে, দুইবার বলার দরকার নেই। বলতে গেলে কর্মজীবনের অধিকাংশ কথা গুলি ১৯৬০-এর দশকে অনুচ্ছেদে মার্জ করা যায়। দুটো অনুচ্ছেদের দরকার মনে হয় লাগবে না।
  11. যেহেতু শিল্পের এই শাখায় তিনি গোটা ভারতীয় উপমহাদেশে অন্যতম। npov ও তথ্যসূত্র দেওয়া দরকার।
  12. প্রভাব অনুচ্ছেদের তথ্যসূত্র প্রয়োজন।
  13. প্রদর্শনী অনুচ্ছেদের তথ্যসূত্র প্রয়োজন। তাছাড়া বাক্য হিসেবে সম্পূর্ণ করা প্রয়োজন।
  14. নিবন্ধের আকার অনুযায়ী তথ্যসূত্রের পরিমাণ তুলনামূলক ভাবে কম। প্রথম ও অষ্টম তথ্যসূত্র অধিকাংশ অনুচ্ছেদের সম্পূর্ণ অংশে একমাত্র তথ্যসূত্র হিসেবে দেওয়া হয়েছে। আরো বেশ কিছু ইন-লাইন তথ্যসূত্র দেওয়া সম্ভব হলে ভালো হয়।
  15. নিবন্ধের বেশ কিছু অংশ প্রথম ও অষ্টম তথ্যসূত্রের লেখার সঙ্গে প্রায় হুবহু মিলে যাচ্ছে, নিবন্ধটি যাতে কপিরাইট লঙ্ঘনের দোষে দুষ্ট না হয়, সেই বিষয়ে অবশ্য গুরুত্ব দিয়ে নজর দিতে হবে।

-- বোধিসত্ত্ব (আলাপ) ২০:০৫, ২৪ মে ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

বোধিসত্ত্ব দার দিকনির্দেশনা অনুযায়ী নিবন্ধে যাবতীয় রচনাশৈলীর সংশোধন করা হয়েছে এবং তথ্যসূত্র যোগ করা হয়েছে। এছাড়াও যদি কোন অসামঞ্জস্য থাকে তা তুলে ধরলে ভালো হয়। --মহীন রীয়াদ (আলাপ) ২০:৪৪, ৫ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: --রাফায়েল রাসেল (আলাপ) ১১:০৯, ৯ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)

  1. সুলিখিত
    ক) গদ্য:
    খ) রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি:
    উত্তীর্ণ
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) তথ্যসূত্র:
    খ)নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে:
    গ) মৌলিক গবেষণা:
    ঘ) তথ্যসূত্র হালনাগাদ করা হয়েছে:
    উত্তীর্ণ
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) প্রধান বিষয়:
    খ) মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা:
    উত্তীর্ণ
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
    উত্তীর্ণ
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
    উত্তীর্ণ
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা):
    খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):
    উত্তীর্ণ
  1. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ: