আলাপ:মৌলিক তারা
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৪ বছর পূর্বে "ধ্রুব তারা" অনুচ্ছেদে
এই পাতাটি মৌলিক তারা নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
ধ্রুব তারা
[সম্পাদনা]মৌলিক তারা আর ধ্রুব তারার মধ্যে পার্থক্যটা কী? যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে এই নিবন্ধটিকে ধ্রুব তারা নিবন্ধে একত্রীকরণের/স্থানান্তরের প্রস্তাব রাখবো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৫:৪৪, ২৭ আগস্ট ২০১০ (ইউটিসি)
মৌলিক তারা আর ধ্রুবতারা এক নয়। মৌলিক তারা'র এই নিবন্ধটি 'বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ ২য় খণ্ড ' থেকে নেয়া হয়েছে। --ইয়াদ ০৬:০২, ২৭ আগস্ট ২০১০ (ইউটিসি)
- ইয়াদ, প্রথমত অনুরোধ করবো, আপনার সাক্ষরটি ঠিক করুন। বর্তমানে এটি আপনার ইউজার পেইজের সাথে লিংক করে না, ফলে আপনার ইউজার নেইম ও নামের সম্পর্ক না থাকায় এটি কার মন্তব্য তা বোঝার উপায় নেই। আপনি কাস্টম সিগনেচারের অপশনে লিংক না দিয়ে কেবলই নাম দিয়ে রেখেছেন, সেটাই সমস্যা করছে। দয়া করে আমার বা বেলায়েতের স্বাক্ষরটি দেখুন।
- দ্বিতীয়ত, আপনি লিখেছেন যে এই নিবন্ধটি বাংলা একাডেমীর বিজ্ঞাম বিশ্বকোষ থেকে নেয়া। এই কথাটার ব্যাখ্যা চাচ্ছি। আপনি কি ওখান থেকে হুবুহু লেখা কপি করে দিয়েছেন এখানে? যদি তা করে থাকেন, তাহলে এই নিবন্ধের লেখা পুরোটাই নতুন করে নিজের ভাষায় লিখতে হবে, কারণ কপিরাইটযুক্ত লেখা উইকিতে গ্রহণযোগ্য নয়। কাজেই এই ব্যাপারটা দয়া করে পরিস্কার করুন ... এটা খুবই জরুরী। --রাগিব (আলাপ | অবদান) ১৬:৫৭, ২৭ আগস্ট ২০১০ (ইউটিসি)
ধন্যবাদ রাগিব ভাই। স্বাক্ষর ঠিক করেছি। বাংলা একাডেমীর বিজ্ঞান বিশ্বকোষ থেকে মূলভাব ঠিক রেখে বাক্যবিন্যাস, শব্দচয়নে ভিন্নতা আনার চেষ্টা করেছি। তারপরেও আমি এখন আরো কিছু পরিবর্তন এনেছি যেন একই রকম মনে না হয়। যদিও মূল তত্ব এবং তথ্য এক। রাফিদ ওয়াহিদ (আলাপ | অবদান) ১৮:০১, ২৭ আগস্ট ২০১০ (ইউটিসি)
- চমৎকার। আপনার স্বাক্ষর এখন ঠিক দেখাচ্ছে। আর যদি বাক্য বিন্যাস ও বাক্যের ক্রম আলাদা করে লিখেন তাহলে সমস্যা নেই। আসলে সবচেয়ে ভালো হবে যদি আপনি কেবল তথ্যগুলো নিয়ে বাক্য পুরোই নিজে লেখেন। তাতে সময় লাগবে একটু বেশি, কিন্তু বাক্যগত বা কাঠামোগত কোনো মিল থাকবে না। এমনিতে বাক্য ধরে ধরে আলাদা করে লিখতে গেলে কিছু না কিছু মিল থেকে যায়, যা কপিরাইট লংঘনের শামিল হয়ে যায় অনেক ক্ষেত্রে। আপনার কাজ চালিয়ে যান। চাইলে ইংরেজি উইকি থেকে সরাসরি অনুবাদ করে নিতে পারেন। ইংরেজি উইকি থেকে সরাসরি অনুবাদ করলে সমস্যা নেই। --রাগিব (আলাপ | অবদান) ০২:৩৫, ২৮ আগস্ট ২০১০ (ইউটিসি)