ব্যবহারকারী আলাপ:Rafid wahid

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৩ বছর পূর্বে "খালি পাতা" অনুচ্ছেদে


স্বাগতম বার্তা[সম্পাদনা]

প্রিয় Rafid wahid, উইকিপিডিয়াতে আপনাকে    স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •   Bangla script display helpPlease follow these guidelines to install Bangla Unicode viewing and typing support on your computer.
  •   টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল    আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৩৭, ১৫ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

খালি পাতা[সম্পাদনা]

এক দুই লাইনের নিবন্ধ লেখা থেকে বিরত থাকুন। এই ধরনের ছোট নিবন্ধ উইকিপিডিয়ার শুধু নিবন্ধ সংখ্যাই বৃদ্ধি করে এর মান বাড়ায় না। একটি নিবন্ধে যথেষ্ট পরিমাণ লেখা যোগ করে তবেই অন্য নিবন্ধ তৈরি করবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২২, ২৬ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

প্রথমত এক-দুই লাইনের নিবন্ধ না লেখার জন্য উৎসাহিত করছি বেলায়েত ভাইয়ের মতো করেই। মোটামুটি আকারের একটি নিবন্ধ তৈরি করে বা নিবন্ধকে উপ-পূর্ণাঙ্গ র‌ূপ দিয়ে আপনি অন্য নিবন্ধে হাত দিতে পারেন আপনার একঘেয়েমি কাটাতে। কারণ এর মাঝে অ-উইকিপিডিয়ান কেউ ঐ নিবন্ধে ঢু মারলে অন্তত গঠনমূলক একটা নিবন্ধ যেন দেখতে পান। আর অসম্পূর্ণ নিবন্ধকে তাই গ্রহণযোগ্য সময়সীমার বেশি ফেলে রাখা ঠিক হবে না। আশা করি আপনি দ্রুততার সাথেই বারবার নিবন্ধে ফিরে এসে প্রতিবারই নিবন্ধকে পূর্ণাঙ্গ-প্রায় র‌ূপ দিয়ে যাবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২০:৩৫, ২৬ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

আপনার অবদানের ইতিহাস বলে এ পর্যন্ত আপনি মোট ৭টি নতুন পাতা তৈরি করেছেন এবং তার কোনটিতেই আপনি দ্বিতীয়বার সম্পাদনা করেননি। কোন কোন ব্যবহারকারীর প্রবনতা থাকে পাতার মানোন্নয়ন না করে নতুন নতুন পাতা তৈরি করা। আপনার ক্ষেত্রেও এমন প্রবনতা দেখা যাচ্ছে। এক ঘেয়েমি কাটাতে আপনি এক সঙ্গে যে সংখ্যক পাতায় কাজ করার কথা বলেছেন তা সংখ্যা দুইটি বেশী হওয়া উচিত নয়। আমার বিশ্বাস উইকিপিডিয়ার নিবন্ধে এমন অনেক কিছুই করার আছে যাতে আপনার একঘেয়েমি কেটে যাবে। আশা করি আপনার পূর্বে তৈরি করার পাতায় মানোন্ননে মনযোগী হবেন এবং নিবন্ধগুলোর যথেষ্ঠ মানে পৌছলেই তা উইকিপিডিয়ার অগ্রগতিতে অবদান রাখবে। আবারও ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৫২, ২৭ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

যে ৭ টি নিবন্ধের কথা বলা হয়েছে তার মধ্যে ৪টির কাজ শেষ হয়েছে। অর্থাৎ আমি যেখান থেকে লিখছি সেখানে যে পরিমাণ তথ্য দেয়া আছে, আমি ততটুকু যোগ করেছি।১টি নিবন্ধের ক্ষেত্রে শিরোনাম সংক্রান্ত আলোচনা চলছে, তাই সেটার কাজ আরো করা হয়নি।অন্য ২টির ক্ষেত্রে বলবো, শীঘ্রই সেগুলো শেষ করা হবে। আমি কী করছি, আগামী ১ সপ্তাহে কী করবো, তার পরিকল্পনা আমি করে রেখেছি। সুতরাং, আমার কাজের মূল্যায়নের জন্য আমাকে আরেকটু সময় দিলে ভালো হয়। Rafid wahid ১৬:৪৩, ২৭ আগস্ট ২০১০ (ইউটিসি)

আপনার জন্য আলাপ:মৌলিক তারা পাতায় একটি মন্তব্য রেখেছি। --রাগিব (আলাপ | অবদান) ১৬:৫৮, ২৭ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

আক্ষরিক অনুবাদ[সম্পাদনা]

উইকিপ্রকল্প কম্পিউটার বিজ্ঞান এর অনেক নিবন্ধের শিরোনামের আক্ষরিক অনুবাদ করা হয়েছে। এ সব শিরোনাম অনুসরণ করে ঐ নিবন্ধ খুঁজে পাওয়ার কষ্টকর। যেমন, Data structure এর বাংলা অনুবাদ করা হয়েছে, "উপাত্ত কাঠামো" তার বদলে যদি "ডাটা স্ট্রাকচার" রাখা হয় তাহলে তা অধিক যুক্তিযুক্ত বলে মনে হয় এবং ব্যবহারকারীও সহজে খুঁজে পাবেন। --ইয়াদ ১৯:২৮, ২৬ আগস্ট ২০১০ (ইউটিসি)

ভাই রাফিদ, "ডাটা স্ট্রাকচার" বা "ড্যাটা স্ট্রাকচার" ইংরেজি ভাষার শব্দ। অথচ এই প্লাটফর্মটি আসলে বাংলা ভাষার উইকিপিডিয়া। তাই তার হ‌ুবহ‌ু উল্লেখের চেয়ে অনুবাদই বেশি গ্রহণযোগ্য। আপনি বিষয়টিকে "উপাত্ত কাঠামো"র পাতায় রাখুন। তবে তথ্য খুঁজে পাবার সুবিধা দিতে আপনি "ডাটা স্ট্রাকচার" এবং/অথবা "ড্যাটা স্ট্রাকচার" নামক একটি/দুটি পাতা তৈরি করে তা থেকে পুণর্নির্দেশ করে দিতে পারেন। একাজটি করতে, যে পাতা থেকে পুণর্নির্দেশ করতে চান, সেই পাতায় লিখুন: #REDIRECT [[লক্ষ পাতার নাম]]। লক্ষ্য পাতার নাম অংশে বসিয়ে দিন "উপাত্ত কাঠামো" কথাটি। এতে করে যে-কেউ ডাটা স্ট্রাকচার বা ড্যাটা স্ট্রাকচার নামে সার্চ দিলে তিনি ঐ নিবন্ধ থেকে ঘুরে উপাত্ত কাঠামো নিবন্ধে চলে আসতে পারবেন।
তারপরও আপনি নাম বদল করতে আগ্রহী হলে এখনই, দয়া করে তা করবেন না। আপনি সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতায় এবিষয়ে প্রস্তাব রাখুন। আগ্রহী আরো অনেকের মত প্রতিষ্ঠিত হলে যেকোনো সময় তা করা যেতে পারে। আপনাকে ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২০:৪৭, ২৬ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন


আমার মতটা বলি, "উপাত্ত কাঠামো" শব্দটা অভিধান ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। "অম্লযান" যেমন কোথাও পাওয়া যায় না অভিধান ছাড়া, সেরকম। তাই "উপাত্ত কাঠামো" শিরোনামে নিবন্ধ রাখার দরকার দেখি না। নিবন্দটার শিরোনাম ডেটা স্ট্রাকচার হওয়া উচিৎ। --রাগিব (আলাপ | অবদান) ২১:০৭, ২৬ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

রাগিব ভাই, ভালো কথা। তবুও আলোচনাটা এখানে সীমিত না রেখে সংশ্লিষ্ট আলাপ পাতায় চালিয়ে গেলে বোধহয় একটা সমাধানে আসা যাবে। আর যদি বদলাতে হয়ই, তাহলে আমরা ব্রিটিশটা, নাকি এ্যামেরিকানটা গ্রহণ করবো? যেহেতু ব্রিটিশ উপবেশন ছিলো এদেশে, সেহেতু হতে পারে "ডাটা স্ট্রাকচার", আর যেহেতু আধুনিক যুগে সবাই যুক্তরাষ্ট্রমুখী, তাই হলে হবে "ড্যাটা স্ট্রাকচার"। যদি "ডেটা" লিখি, তাহলে সেটা বোঝাবে Deta। সবাই সহমত হলে অবশ্যই তা করা যেতে পারে। সংশ্লিষ্ট আলাপ পাতায়ই এই আলোচনা এগিয়ে যাক। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৫:২০, ২৭ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন