আলাপ:মোহনগঞ্জ উপজেলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মোহনগঞ্জ উপজেলা নিবন্ধে ইতোমধ্যে মোহনগঞ্জের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো প্রতিষ্ঠাসালসহ যোগ করেছি। এখন প্রতিটি প্রতিষ্ঠানের কি দুতিন লাইনে পরিচয় বা বর্ণনা দেয়ার প্রয়োজন আছে? আমার কাছে প্রতিটি প্রতিষ্ঠানের কিছু কিছু তথ্য আছে। দয়া করে পরামর্শ দিন। ‍‍‍‍গৌতম (আলাপ) ২১:৩১, ১ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

একটি উপজেলায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থাকে। সেক্ষেত্রে সবগুলোতে ১-২ লাইন করে তথ্য যোগ করলে নিবন্ধটি এর জন্য এটা একপেশে হয়ে যাবে। উপজেলার শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা সব কিছু সমানভাবে থাকলেই কেবল এটা দেখতে ভালো লাগবে এবং নিবন্ধ এর মান ও ঠিক থাকে। একই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ এর ক্ষেত্রে কিছু তথ্য প্রায় কমন থাকে। আপনি অর্প তথ্য দিয়েও সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামে একটি নকুন নিবন্ধ শুরু করতে পারেন। এতে করে উপজেলা পাতায় আন্তঃউইকি লিংক দেওয়া সহজ হবে এবং তথ্যসমূহ ও গোছানো দেখাবে। --Nahid Hossain (আলাপ) ১৭:১৫, ২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ নাহিদ। যোগাযোগ, কৃষি, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নানা বিষয়ও নিবন্ধটিতে যোগ করা হবে। আপাতত শিক্ষা দিয়ে শুরু করেছি। কাজটি পুরোপুরি শেষ হলে আশা করি সবগুলো পয়েন্টেই পর্যাপ্ত তথ্য থাকবে। আর যদি তখন বিসদৃশ দেখায় সেক্ষেত্রে পরবর্তীতে না হয় মুছে ফেলা যাবে বা থেকে যাওয়া তথ্য দিয়ে নতুন ভুক্তি তৈরি করা যাবে। গৌতম (আলাপ) ০৬:৩৪, ৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]