আলাপ:মোড়েলগঞ্জ উপজেলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম সংশোধন/ স্থানান্তর[সম্পাদনা]

মাসুম ভাই আপনি যে নামে এটি স্থানান্তর করেছেন তা ভুল। আপনি যখন চলমান নামে পরিবর্তন বা স্থানান্তর করছেন, তখন অধিক মনোযোগ কাম্য। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন অনুযায়ী নাম মোরেলগঞ্জ/মোড়েলগঞ্জ (এক নজরে মোরেলগঞ্জ), সেই হিসাবে আগেই ঠিক ছিল এবং আপনারটি সম্পূর্ণ ভুল। দয়া করে অধিক সাবধানী হবেন। --Raju (আলাপ) ০৪:২৪, ৪ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় Raju [ইংরেজী উইকিতে] দেখলাম মোড়লগঞ্জ লেখা রয়েছে। এছাড়া মোরেলগঞ্জ শব্দটি যথার্থ নয়; এখানে মোড়েলগঞ্জ হলেও কিছুটা যথার্থ হয় যা আপনার উপরের দেওয়া লিংকের শিরোনামে দেওয়া রয়েছে। যার কারণে আমি মোড়লগঞ্জ উপজেলা স্থানান্নান্তর করেছি। আশা করছি যে বিষয়টি আপনার বোধগম্য হয়েছে।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৪:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
মাসুম ভাই, দুঃখিত আপনার যথার্থতার অর্থ বুঝলাম না। আমি সরকারী নামের কথা বলেছি। google.com-এ সার্চ রিপোর্ট : মোরেলগঞ্জ উপজেলা About 64,400 results (0.69 seconds), মোড়েলগঞ্জ উপজেলা (About 24,500 results (0.62 seconds)), মোড়লগঞ্জ উপজেলা About 2,700 results (0.68 seconds)। আশা করি যথার্থতা এখন বুঝতে পারবেন।--Raju (আলাপ) ০৪:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]