আলাপ:মুহম্মদ শামসউল হক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নাম[সম্পাদনা]

@Nabil, নিবন্ধে বর্ণিত তথ্যসূত্র অনুযায়ী এই ব্যক্তির নাম মুহম্মদ শামসউল হক। আপনি অন্য নামে স্থানান্তরের ক্ষেত্রে কোনো তথ্যসূত্র উল্লেখ করেন নি। বাংলাপিডিয়ায় যেহেতু মুহম্মদ শামসউল হক নাম ব্যবহার করা হয়েছে এবং ইংরেজি মূল বানান Muhammad Shams-ul Huq (ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের প্রাক্তন উপাচার্যগণের তালিকা অনুযায়ী); তাই আমি পূর্বের নামে পুনঃস্থানান্তর করলাম। — হাসিব (আলাপ) ১২:১৭, ১৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]