আলাপ:মুসা ইব্রাহীম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উল্লেখযোগ্যতা[সম্পাদনা]

এখানে মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ এবং জোরালো যুক্তি স্থাপন করেছেন। কিন্তু যেহেতু বিভিন্ন সামনের সারির জাতীয় এবং আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে এরই মধ্যে তাকে এভারেস্ট জয়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাকে অভিনন্দন জানিয়েছেন এবং যেহেতু উইকিপিডিয়া ব্যক্তিগত এবং গ্রুপ ব্লগকে নির্ভরযোগ্য সূত্র মনে করে না সে অনুযায়ী এই নিবন্ধটির উল্লেখযোগ্যতা বা নির্ভরযোগ্য সূত্রের কিংবা সত্যতার অভাব আছে বলে মনে করি না। তাছাড়া এখনও সন্দেহাতীত ভাবে প্রমাণ হয়নি যে তিনি এভারেস্ট জয় করেননি বরং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম সমূহে প্রথম বাংলাদেশী হিসেবে তার এভারেস্ট জয়ের খবর প্রকাশ হয়েছে। তাই সন্দেহাতীত ভাবে প্রমাণের আগ পর্যন্ত এই নিবন্ধটি মুছে না ফেলার জন্য অনুরোধ করছি এবং বিতর্কের বিষয়টি একটি আলাদা অনুচ্ছেদে বর্ণনা করা যায় নাকী তা ভেবে দেখার অনুরোধ করছি। Souvik.arko (আলাপ) ০৯:০৫, ২৫ মে ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

প্রসংগ ট্যাগ[সম্পাদনা]

ইংরেজি উইকিপিডিয়াতে এই একই লেখার জন্য কোন প্রকার ট্যাগ বসান হয়নি। যদিও জানি, চাইলে যেকোন উইকিপিডিয়ানই লেখায় ট্যাগ বসাতে পারেন। কেন এধরনের দ্বিচারিতা তা আমার বোধগম্য হচ্ছে না। আমরা জানি উইকিপিডিয়া ব্যক্তিগত এবং গ্রুপ ব্লগকে নির্ভরযোগ্য সূত্র মনে করে না যে কারণে একটি ব্লগ পোস্টে প্রশাসক রাগিব স্বীকার করেছেন যে এই কারণেই কোন ব্লগকে সূত্র হিসেবে এই নিবন্ধটিতে ব্যবহার করা হয় নি । বরং সামনের সারির জাতীয় এবং আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে তাকে এভারেস্ট জয়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোন কোন দেশি ও বিদেশী সংবাদ মাধ্যমে তাকে এভারেস্ট বিজয়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে তার লিস্ট পাবেন এখানে।

এর বিপরীতে উল্লেখযোগ্যতা কিংবা reliable source'র অভাবের পক্ষে কোন যুক্তি/ তথ্য সংযুক্ত না করেই ট্যাগ বসান হয়ে গেছে। এবং ট্যাগ সরানোর পর ট্যাগ সরানোর কারণ দেখাতে আলাপ পাতায় আলোচনা করতে বলা হয়েছে। সে মোতাবেক আমি এখানে আমার যুক্তি দেখালাম। আগেও দেখিয়েছি কিন্তু কেও মন্তব্য করেন নি। আমি আশা করব যিনি/যারা এই ট্যাগ বসিয়েছেন তারা তাদের যুক্তি এখানে দেখাবেন এবং কেন এই নিবন্ধকে উল্লেখযোগ্য মনে হল না কিংবা কোন তথ্যসূত্রে প্রকাশিত হলেই কেবল তাকে reliable source মনে করবেন তা আমাদের জানাবেন। অন্যথায় এই ট্যাগ লাগিয়ে রাখার কোন কারণ খুজে পাচ্ছি না। ধন্যবাদ সবাইকে।Souvik.arko (আলাপ) ০৭:০২, ১৭ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

প্রথমেই নির্ভরযোগ্য তথ্যসূত্র সম্পর্কে বিস্তারিত জানতে Identifying reliable sources পাতাটি দেখার অনুরোধ রইলো। নিবন্ধে যে সামনের সারির জাতীয় সংবাদ মাধ্যমের সূত্রের কথা উল্লেখ করেছেন তারা সবাই এর এ অভিযানের স্পন্সর। ফলে তাদের সূত্র এখানে নিরপেক্ষ সূত্র নয়। আর এ বিষয়টি এমন একটি বিষয় যা শুধু পত্রিকার সূত্রের উপরে নির্ভর করা যায় না। এটি আরও নিরপেক্ষ এবং মৌলিক সূত্রের দাবি রাখে। অনুগ্রহ করে নিবন্ধের ট্যাগ অপসারণ না করে নিবন্ধের মানোন্নয়নে মনোনিবেশ করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:৩০, ১৮ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
নিরপেক্ষ তৃতীয় পক্ষীয় সূত্র থেকে সোর্স দেওয়া হলো। আরও লাগলে দেওয়া যাবে। — তানভিরআলাপ০৮:৪৬, ১৮ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
পত্রিকার সূত্র মৌলিক বা প্রাইমারি সোর্স নয়। পত্রিকার খবর কোন ব্যক্তিকে কোন বিষয়ে স্বীকৃতি প্রদান করে না। তাই আবারও ট্যাগ যুক্ত করা হল।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:০২, ১৮ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
এই নিবন্ধে সত্যিকার অর্থে এমন উৎস থেকে তথ্যসূত্র দরকার, যেমন: তিব্বতীয় এভারেস্ট অভিযাত্রীদের নামের তালিকা এবং বিজয়ীদের তালিকায় মুসা ইব্রাহীমের নাম দেখানো দরকার। কিন্তু ব্লগগুলো পড়ে যা বুঝছি, সেরকম কোনো স্থানে তাঁর নাম নেই। সেক্ষেত্রে আমাদের করণীয় কী? শ্রেফ স্পন্সর পত্রিকা বাদে ডয়চে ভেলে আর বিবিসি'র উদ্ধৃতি কি নিতে পারি? (-মঈনুল ইসলাম)180.234.51.51 (আলাপ) ০৯:৫০, ১৯ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
দেশী বিদেশী কোন সংবাদ সংস্থার উদ্ধৃতিই এখানে নির্ভরযোগ্য মৌলিক তথ্যসূত্রের বিকল্প হবে না। হয়তো পত্রিকার সূত্র নিবন্ধটিকে টিকিয়ে রাখতে সহায়তা করবে কিন্তু মৌলিক সূত্রের চাহিদা থেকেই যাবে। ফলে সে ধরনের সূত্র না পাওয়া পর্যন্ত কিছুই করার নেই। তবে নিবন্ধটি আরও বড় হতে পারে। এতে ওনার জীবনী সম্পর্কিত আরও তথ্য যোগ হতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:২৪, ১৯ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
বর্তমান অষ্টম বা নবম শ্রেণির পাঠ্যবইতে মুসা ইব্রাহীমকে নিয়ে একটি প্রবন্ধ আছে। যদি সেখান থেকে তথ্যসূত্র যোগ করা যায় তাহলে হয়তো এই সমস্যাটি থাকবে না। তবে আমি নিজে এই কাজটি করছি না, কারণ তার সহপাঠী বলে নৈর্ব্যক্তিকতা বজায় নাও রাখতে পারি এই আশঙ্কা থেকে। গৌতম (আলাপ) ২১:৩৮, ১ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]