আলাপ:মার্কো রয়েস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নামের ব্যাপারে[সম্পাদনা]

এই নিবন্ধের নামটি পরিবর্তন করে মার্কো রাউস বা মার্কো রয়েস করার প্রস্তাব করছি কারণ মার্কো রিস এই বানানটি সঠিক উচ্চারণকে প্রতিফলিত করছে না। বিভিন্ন বাংলা সংবাদমাধ্যমে মার্কো রাউস এই নামে তাঁকে সম্বোধন করা হয়েছে যেমন এখানে (http://www.prothom-alo.com/sports/article/188290 প্রথম আলো) । এই ব্যাপারে সবার মতামত আশা করছি। রনটি পোদ্দার (আলাপ) ০৭:২১, ৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

জার্মান উচ্চারণ শুনে আমারও মনে হচ্ছে মার্কো রয়েস-এ স্থানান্তর করা উচিৎ। তাওহীদ (ত্রুটি?) ১৬:২৬, ৩ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ উভয়কেই। বিদেশী শব্দগুলো বেশ জটিল। পত্র-পত্রিকা / ওয়েব সাইটই বড় কথা নয়! অনেক সময় ভুল শব্দগুলো প্রাধান্য পেয়ে যেতে পারে। সঠিক সমাধান হতে পারে - উচ্চারণ। তবে নামকরণের বিষয়টি নিবন্ধ প্রণেতার বিচক্ষণতা উপরেই অনেকাংশে বর্তায়। ডয়েচেভেলের প্রতিবেদন(গুলোতে) মার্কো রয়েস রয়েছে। আমি স্থানান্তর করে দিচ্ছি। প্রয়োজনে বাদ-বাকী নামগুলো রি-ডাইরেক্ট করা যেতে পারে। - Suvray ১৭:২৩, ৫ জুন ২০১৪ (ইউটিসি)