আলাপ:মাতঙ্গিনী হাজরা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাতঙ্গিনী হাজরার জন্মস্থান আলিনান, হোগলা নয়[সম্পাদনা]

@NahidSultan:, মাননীয় নাহিদভাই, শহিদ মাতঙ্গিনী হাজরার জন্মস্থান আলিনান গ্রামে নিজের কর্মসূত্রে একাধিকবার আমাকে যেতে হয়েছিল। আসলে ওই গ্রামেই শহিদের মাটির দেওয়াল এবং টালির ছাউনি কাঁচা বাড়ির কাছেই তাঁর নামে 'আলিনান শহিদ মাতঙ্গিনী হাজরা উচ্চ বিদ্যালয়' আমার গন্তব্য ছিল। ঠিক সেজন্যেই এই পাতায় হোগলা নাম বাদ দিয়ে আলিনান লিখেছিলাম। আর হোগলা গ্রাম পাশেই, হোগলা গ্রাম হল আলিনানের ডাকঘর, যেটা আমি বন্ধনীর মধ্যে লিখেছিলাম। এটা ঠিক যে, আমি পাতার সংশোধন করে কোনো তথ্যসংকেত সেই সময় দিইনি। কিন্তু আজ তথ্যসূত্র দিয়েই সংশোধন করে দিয়েছি। উইকিতে ভুল থাকলে সেটা সংশোধন করা দরকার। এটা ভেবেই করেছিলাম। এখন আর কাটবেননা। সময়-সুযোগ হলে শহিদের বাড়ি এবং আলিনান বিদ্যালয়ের ছবি এই পাতায় দেওয়ার চেষ্টায় থাকব। এছাড়া 'সাল' শব্দের জায়গায় 'খ্রিস্টাব্দ' লিখেছি কারণ সাল অর্থে বছর, কোন্ 'অব্দ' লেখা হচ্ছে 'সাল' লিখলে সেটা স্বচ্ছ হয়না।

ধনবাদসহ,
sukan (আলাপ) ১৬:১৭, ২ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]