আলাপ:ভূঞাপুর উপজেলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম সম্পর্কিত[সম্পাদনা]

ভূঞাপুর উপজেলা নামটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রণীত বাংলাদেশ 'জাতীয় তথ্য বাতায়ন'[১] অনুসারে 'ভুয়াপুর উপজেলা' নামে পরিবর্তিত হয়েছে। আমি ভুয়াপুর উপজেলা পাতাটি তৈরি করেছি। ফলে, পাতা দুটির মধ্যে দ্ব্যর্থতা নিরসন এর সুপারিশ করছি। আমার মতে, ভুয়াপুর উপজেলা পাতাটি অধিকতর তথ্যসমৃদ্ধ বিধায় এটিকে বহাল রাখা হোক। - ইমন রেজা (আলাপ) ২৩:৩২, ৫ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

একই স্থানের নাম উচ্চারণগত ভিন্নতার কারণে বিভিন্ন হতে পারে; কিন্তু তাই বলে আমরা প্রতিটির জন্য একটি করে পাতা তৈরি করে করে উইকি ভরিয়ে তুলতে পারিনা। যে-কোন স্থানের নামের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উচ্চারণ থাকলে সেগুলো মূল নিবন্ধে যোগ করে দিতে হবে; এটাই করা হচ্ছে। এবং এভাবে লিখলে - গুগল বা উইকিতে সার্চ দিলে পাতাটিকে পাওয়া যাচ্ছে! - Ashiq Shawon (আলাপ) ১২:০৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (অক্টোবর ০৬, ২০১৪)। "ভুয়াপুর উপজেলা"http://www.bangladesh.gov.bd। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ অক্টোবর ০৬, ২০১৪  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য); |website= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)