আলাপ:ভারতের সামরিক বাহিনী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

'ভারতের সামরিক বাহিনী'র চাইতে 'ভারতীয় সামরিক বাহিনী' বেশি যথাযথ হবে বলে মনে করি। -- DesiNinja (আলাপ) ১১:০১, ৪ আগস্ট ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

আমরা আসলে ব্যক্তির ক্ষেত্রে ঈয়, এবং অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে এর প্রত্যয় ব্যবহার করে আসছি শুরু থেকেই। ফলে "বাংলাদেশী কবি", কিন্তু "বাংলাদেশের কবিতা", "বাংলাদেশের চলচ্চিত্র" এই রকম রীতি ব্যবহার করা হচ্ছে (তবে ব্যতিক্রম আছে, যদি কোনো কিছুর proper name এ "ঈয়" প্রত্যয় থাকে, তবে তা সরানো হয়নি।)। --রাগিব (আলাপ | অবদান) ০৯:০২, ৪ আগস্ট ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতের রাষ্ট্র ভাষায় যেহেতু এটিকে भारतीय सशस्त्र सेनाएं, Bhāratīya Saśastra Sēnāēṃ [১] বলা হয়ে থাকে সেই বিধায় ভারতীয় সামরিক বাহিনী বেশি উপযুক্ত হওয়া উচিত। তাছাড়া এই পৃষ্ঠায় সেনাবাহিনী, বিমানবাহিনী ইত্যাদির সাথেও ভারতীয় ব্যবহার করা হয়েছে। -- DesiNinja (আলাপ) ১১:০১, ৪ আগস্ট ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতের রাষ্ট্রভাষা বলে কিছু নেই। ভারতীয় সংবিধানে রাষ্ট্রভাষা বা স্টেট ল্যাংগুয়েজ শব্দবন্ধটি কোথাও ব্যবহার করা হয়নি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষার মর্যাদা একই সঙ্গে বাইশটি ভাষাই পেয়ে থাকে। সুতরাং হিন্দিতে কি বলা হয়, সেটা বাংলা উইকিপিডিয়ায় গ্রাহ্য হবে না। দ্বিতীয়ত, অন্যান্য বাহিনীর নামের সঙ্গে ভারতীয় শব্দটি প্রপার নাউনের অংশ। ভারতের সামরিক বাহিনী নামটি প্রপার নাউন নয়। এটি কয়েকটি সমজাতীয় বাহিনীকে একসঙ্গে বোঝাবার জন্য ব্যবহার করা হয়। তাই এই নিবন্ধে ভারতের সামরিক বাহিনী নামটিই সঠিক। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (আলাপ) ১১:৪৭, ৪ আগস্ট ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
  1. http://en.wikipedia.org/wiki/Indian_Armed_Forces  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)