আলাপ:ভারতের নির্বাচন কমিশন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আয়োগ না কমিশন???[সম্পাদনা]

আমার মতে শিরোনামটি ভারতের নির্বাচন আয়োগ না হয়ে ভারতের নির্বাচন কমিশন বাঞ্ছনীয়। আয়োগ শব্দটি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির পরিভাষায় গৃহীত হলেও বাংলা ভাষায় লোকমুখে বা গণমাধ্যমে ব্যবহৃত হয় না। তাই বহুল ব্যবহৃত কমিশন কথাটি নেওয়া যেতে পারে। --অর্ণব দত্ত ১৫:১৫, ১৬ মে ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আসলে আমি এটা হিন্দি থেকে করেছিলাম। কমিশন কথাটা অবশ্য অধিক পরিচিত।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১৭:৩৫, ১৬ মে ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
তাহলে আমার মতে এই নিবন্ধের নাম ভারতের নির্বাচন কমিশন করা হোক। সেটাই ভাল দেখাবে। --অর্ণব দত্ত ১৭:৪৯, ১৬ মে ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটিকে "ভারত নির্বাচন কমিশন" নামে সরালাম (হিন্দিতে মনে হচ্ছে, "ভারত নির্বাচন আয়োগ")। টেম্পলেটে কিছু সমস্যা আছে, টেম্পলেটটির মূল পাতায় সেটা ঠিক করা দরকার। --রাগিব (আলাপ | অবদান) ২১:৫৬, ১৬ মে ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

রাগিব ভাইকে ধন্যবাদ। আসলে আয়োগ শব্দটা মূলগতভাবে হিন্দি হলেও, বাংলা আকাদেমির পরিভাষায় গৃহীত। যদিও ব্যবহার এর প্রায় নেই বললেই চলে। সেই কারণেই মতামত নেওয়াটা দরকারি মনে করলাম। টেমপ্লেটের সমস্যাটির কথা মাথায় রাখছি। --অর্ণব দত্ত ০৫:২৯, ১৭ মে ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]