আলাপ:ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতীয় রকেটের নামকরণ[সম্পাদনা]

আমি লক্ষ করেছি যে বিভিন্ন ভারতীয় রকেটের উপর ইংরেজি নিবন্ধদের বঙ্গানুবাদের সময় রকেটের ইংরেজি নামদের বঙ্গানুবাদ করা হয়েছে (মেরু উপগ্রহ উৎক্ষেপক যান, ভূসমলয় উপগ্রহ উৎক্ষেপক যান, উৎক্ষেপক যান মার্ক ৩ ইত্যাদি)। আগে আমি জানতাম না যে এখানে এধরনের নামকরণ মৌলিক গবেষণা হিসেবে পরিগণিত হতে পারে। তাই আমি এখন জানতে চাই আদৌ এই নামগুলি নির্ভরযোগ্য উৎসে ব্যবহার করা হয়েছে কিনা। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৫:১০, ২১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

এর জন্য আমি @খাঁ শুভেন্দু:কে আমন্ত্রণ জানাচ্ছি, কারণ তিনি এইসব রকেটের নিবন্ধ তৈরি করেছিলেন। এইসব নাম খুব সম্ভবত যান্ত্রিক অনুবাদ থেকে উদ্ভূত, যা দিয়ে আমি আর নতুন নিবন্ধ তৈরি করি না। আজকাল আমি আমার নিজস্ব অনুবাদ দক্ষতা ব্যবহার করে নিবন্ধ তৈরি করছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১৪:০১, ২৩ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]