আলাপ:ভান্দন দুর্গ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: রূপক পাল কর্তৃক ২ বছর পূর্বে "অনুবাদ" অনুচ্ছেদে

একটি অনুরোধ[সম্পাদনা]

মাননীয় পর্যালোচক মহাশয়/মহাশয়া, পর্যালোচনাকালীন তথ্যছকে মানচিত্রটিকে যুক্ত করার অনুরোধ করছি (আমি চেষ্টা করেছিলাম কিন্তু বিফল হয়েছি) এবং প্রথম তথ্যসূত্রটিও কেন কাজ করছে না তা বুঝতে পারছিনা দয়া করে এই দুটি সংশোধনে একটু সাহায্য করবেন এই আশা রাখছি একইসাথে এই দুটি ত্রুটির কারণে সম্পূর্ণ নিবন্ধটিকে বাতিল করবেন না এই বিনীত অনুরোধ জানাচ্ছি। রূপক পাল (আলাপ) ১৫:২৮, ৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ঠিক করা হয়েছে আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১০:২০, ৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ[সম্পাদনা]

সুধী, @রূপক পাল: অনুবাদের পর নিবন্ধ কয়েকবার পড়ে দেখবেন, তাহলে ভুলত্রুটি নজরে আসলে সংশোধন করে নিতে পারবেন। যদিও, আমি নিবন্ধের কিছু যান্ত্রিকতা সংশোধন করে দিয়েছি৷ এছাড়াও, নিবন্ধের শেষেরদিকে বিষয়শ্রেণী যোগ করবেন, যেটি ইংরেজি নিবন্ধের ক্ষেত্রে একদম শেষে [[Category:Name]] আকারে পাবেন এবং বাংলায় অনুবাদের সময় [[বিষয়শ্রেণী:নাম]] আকারে অনুবাদ করবেন। লক্ষ্য রাখবেন, বাক্য যেন যান্ত্রিক নাহয়। উল্লেখ্য, নিবন্ধটি ইতোমধ্যে গ্রহণ করেছি। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১০:২০, ৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Al Riaz Uddin Ripon: মাননীয় পর্যালোচক মহাশয়, নিবন্ধটি পর্যালোচনার পর সংশোধন করে গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি মানচিত্র এবং তথ্যসূত্রের একটি যুক্ত করতে পারছিলাম না। যার কারনে ঐ বিষয়ে একটু সমস্যা হয়েছিল, আমি যেকোনো সমস্যার কথাই জমা দেওয়ার পূর্বে নিবন্ধের আলাপ পাতায় দিয়ে থাকি এবং উক্ত সমস্যাটির কথাও পূর্বেই নিবন্ধের আলাপ পাতায় দিয়ে রেখেছিলাম এবং সেটি গুরুত্বসহকারে সমাধানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মহাশয়, আপনি জেনে খুশি হবেন যে, আমি নবাগত হলেও কোনো নিবন্ধ অনুবাদের কাজকে খুবই মনোযোগ এবং নিষ্ঠা সহকারে করে থাকি। নিবন্ধ অনুবাদের পর, আমি যেকোনো নিবন্ধই জমা দেওয়ার পূর্বে অন্তত দু'বার পড়ে নিয়ে তবে জমা দিই। অনুবাদের পরে আমার কাছে অনুবাদটি মোটামুটি সঠিক হয়েছিল বলে আমি মনে করছিলাম। এখন যেকোনো ভাষায় অনুবাদের ক্ষেত্রেই এমন কিছু বাক্যগঠন থাকে যা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিচার করে থাকেন। উদাহরণস্বরূপে বলা যায়, ১) ভান্দন দুর্গটি মহারাষ্ট্রে অবস্থিত। এটি সাতারা জেলার সহ্যাদ্রির মূলপর্বতশৃঙ্গ থেকে.... ২) ভান্দন দুর্গটি মহারাষ্ট্রের সাতারা জেলায় অবস্থিত। সহ্যাদ্রির মূলপর্বতশৃঙ্গ থেকে.... ৩) ভান্দন দুর্গটি মহারাষ্ট্রে সাতারা জেলার সহ্যাদ্রির মূলপর্বতশৃঙ্গ থেকে... তিনটি বাক্যগঠন ভিন্ন হলেও, তিনটিই সঠিক।

তাই নিবন্ধ অনুবাদের পরেও ভুলত্রুটি থাকতে পারে, এবং আমি এরজন্য আগেই মার্জনা চেয়ে নিয়েছিলাম। দয়া করে এগুলি একটু সংশোধন করে দেবেন এই আশা রাখি। কারন, উইকিপিডিয়ার মূল উদ্দেশ্য- বাংলা নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং তাঁর মানোন্নয়ন। আমি দ্রুতই জিনিসটি আপনাদের থেকে শিখতে পারছি এটুকু বলতে পারি। নবাগত হিসেবে উইকিতে যোগদানের পর আমি প্রতিনিয়তই আপনাদের কাছ থেকে অনেককিছুই শিখছি, যা আমাকে নবাগত থেকে অভিজ্ঞ হওয়ার পথে সাহায্য করছে। আর মানুষ মাত্রেই ভুল হয়, আর তাই এই ভুলগুলো থেকেই শিখছি। যান্ত্রিকতার সাহায্য নিলেও যান্ত্রিকতা দূর করতে নিরলস পরিশ্রম করে চলেছি। এই সময় কিঞ্চিত ভুলত্রুটি হলে মার্জনা করে এভাবেই আমায় সহযোগিতা করবেন। নিবন্ধটি অনুবাদের পর বিষয়শ্রেণী যোগের বিষয়ে আপনার থেকেই প্রথম বিশদে জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমি অবশ্যই পরের বার এবিষয়ে খেয়াল রাখব। আশা করি এভাবেই পাশে থাকবেন, নবাগত হিসেবে উইকিকে সমৃদ্ধ করতে আমায় সাহায্য করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ রূপক পাল (আলাপ) ১৫:৫৮, ৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন