আলাপ:ভাগাড়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ১৭ বছর পূর্বে "নামকরণ প্রসঙ্গে" অনুচ্ছেদে

নামকরণ প্রসঙ্গে[সম্পাদনা]

Landfill কথাটির কোন বাংলা পরিভাষা নেই বলেই জানি। কাছাকাছি অর্থের একটা শব্দ আছে ভাগাড় যেটা সাধারণত স্তুপিকৃত খোলা আবর্জনার কথাই মনে করিয়ে দেয়। যা হোক Landfill এর পরিভাষা হিসেবে আবর্জনাভূমি কথাটা ব্যবহার করলাম। বিকল্প হিসেবে ল্যান্ডফিল ব্যবহার করা যায়! এই আবর্জনাভূমি - কথাটির মধ্যে একটিই সমস্যা মনে হচ্ছে.... ইংরেজি wasteland কথাটির প্রতিশব্দ বলে কেউ এটাকে ভুল করতে পারে। কারো মাথায় কোন ভাল পরিভাষা এলে এখানে লিপিবদ্ধ করে রাখতে পারি।--শামীম (আলাপ | অবদান) ০১:৩৪, ৩ মার্চ ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

পরিবেশকৌশল সংক্রান্ত পরিভাষাগুলো সব এক জায়গায় করতে হবে। আপনি কি ইংরেজি পরিভাষাগুলোর একটা তালিকা তৈরি করতে পারবেন? --অর্ণব (আলাপ | অবদান) ০২:০০, ৩ মার্চ ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
পারব। তবে এই মুহুর্তে নয়। হয়ত এক সপ্তাহ পরে। আপনি যদি এ সংক্রান্ত পৃষ্ঠা খোলেন তাহলে দয়া করে এই আলাপেই একটা যোগসূত্র (link) ছেড়ে যাবেন।--শামীম (আলাপ | অবদান) ০২:০৭, ৩ মার্চ ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
শুরু করে দিন তাহলে। পরিবেশ ও পরিবেশকৌশল পরিভাষা নিবন্ধে। --অর্ণব (আলাপ | অবদান) ০২:০৯, ৩ মার্চ ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী[সম্পাদনা]

এই বিষয়টা আবর্জনা ব্যাবস্থাপনার অধীন যেটা সাধারণত পরিবেশকৌশল (Environmental Engineering) এ পড়ানো হয়ে থাকে, যা পুরকৌশল (Civil Engineering) এর একটা অংশ। বিষয়শ্রেণীটি লাল হয়ে আছে। কোথায় কোথায় এটি সংযুক্ত করতে হবে, সেই পরামর্শ দরকার।--শামীম (আলাপ | অবদান) ০১:৩৪, ৩ মার্চ ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আমি পরিবেশকৌশল < পুরকৌশল < প্রকৌশল এভাবে বিষয়শ্রেণী তৈরি করে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ০১:৪৪, ৩ মার্চ ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ দিয়ে খাটো করব না :)--শামীম (আলাপ | অবদান) ০১:৫৪, ৩ মার্চ ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজি উইকিতে লিংক রাখা প্রসঙ্গে[সম্পাদনা]

নিবন্ধের ভেতর থেকে ইংরেজি উইকিতে লিংক রাখাটা আমি ব্যক্তিগতভাবে নিরুৎসাহিত করি (অন্যদের ব্যাপারে জানি না)। ইতিমধ্যেই বামের আন্তঃউইকি বাক্সে ইংরেজি ও অন্যান্য ভাষায় লিংক থাকবে। সুতরাং আবার দেবার কোন দরকার নেই। --অর্ণব (আলাপ | অবদান) ০১:৪৩, ৩ মার্চ ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

ঠিকাছে, মনে থাকবে :) --শামীম (আলাপ | অবদান) ০১:৫১, ৩ মার্চ ২০০৭ (ইউটিসি)উত্তর দিন