আলাপ:ব্যবর্তন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একই নামে একাধিক নিবন্ধ তৈরি সংক্রান্ত[সম্পাদনা]

@S M Murshiduzzaman এবং HLabib: আপনাদের এডিটাথনে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন। তবে বলতে চাই, আপনারা এডিটাথন উপলক্ষে নিবন্ধ তৈরির পূর্বে তালিকায় কোন নামে নিবন্ধটি তালিকাভুক্ত আছে তা, খেয়াল করবেন। তালিকায় নিবন্ধের নাম লাল রঙে থাকলে, বুঝবেন নিবন্ধটি অন্য কেউ শুরু করেনি। একইভাবে আপনি যখন তালিকার চেয়ে ভিন্ন নামে নিবন্ধ শুরু করেন, তখনও তালিকায় নিবন্ধ লাল দেখায়, এবং অন্য কোনো ব্যবহারকারী তা শুরু করলে ঐ ব্যবহারকারীর পক্ষে রায় দেওয়া ছাড়া উপায় থাকে না। যদি নিবন্ধের নাম সংক্রান্ত কোনো সমস্যা মনে হয়, তাহলে এডিটাথনের আলাপ পাতায় উল্লেখ করলে, আয়োজকেরা মিলে সমাধান চেষ্টা করেন। ব্যবর্তন নামে একটি নিবন্ধ জনাব HLabib ইতোমধ্যে ফাউন্টেনে জমা দিয়ে দিয়েছেন, যদিও জনাব মুর্শিদুজ্জামান আগেই নিবন্ধ তৈরি করা শুরু করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই নিবন্ধগুলোকে এখানে পুনর্নির্দেশ করা হলো। কাজেই বলি, আপনারা অনুগ্রহ করে [এডিটাথন উপলক্ষে] নিবন্ধ তৈরির পূর্বে তালিকায় থাকা নামটি দেখে নেবেন। অন্যথা কোনো একজনের (বিশেষত ভুল নামে নিবন্ধ তৈরিকারীর) কষ্ট বৃথা যায়। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। — আদিভাইআলাপ০৪:০৫, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]