আলাপ:বোরকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বোরকার শ্রেণী বিন্যাস[সম্পাদনা]

বোরকাকে পাকিস্তানি বা আফগান পোশাক হিসেবে চিহ্নিত করা সমীচীন হবে না। এটা ইসলামী বা মুসলমানী পোশাক। নারীদের পোষাক। সকল দেশের মুসলমান নারী এটি ব্যবহার করে। -- 122.248.2.15 (talk) ০২:১৭, ৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

তাই নাকি? "ইসলামী পোশাক" কোনো জায়গায় লেখা আছে কি? রেফারেন্স দিয়ে বলুন। জায়গা বিশেষে মুসলমান নারীদের পরা আর "ইসলামী পোশাক" হয়ে যাওয়া এক নয়। --রাগিব (আলাপ | অবদান) ০৪:০২, ৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

আলাপ পাতা[সম্পাদনা]

আলাপ পাতার সাথে নিবন্ধের লেখা মিলছেনা। এটা কিভাবে সম্ভব? @আফতাবুজ্জামান: মেহেদী আবেদীন ১৩:৫৫, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Mehediabedin: ধন্যবাদ, ভুলটি ধরার জন্য। অন্য আরেকজন বোরকা, রামাল্লাহর অনুবাদ ভুলক্রমে এখানে যোগ করেছিলেন। ঠিক করা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৬, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ধন্যবাদ। আমি এটাও খেয়াল করেছি যে বোরকা নামে তিনটি নিবন্ধ বিদ্যমান (বোরকা, বোরকা, রামাল্লাহ এবং বোরকা নদী)। এগুলোর জন্য একটি দ্বন্দ্বতা নিরসন পাতা তৈরি করা উচিত বলে মনে করি। মেহেদী আবেদীন ১৫:৩০, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin: আচ্ছা, করা যায়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩২, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]