আলাপ:বেহালা, কলকাতা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ১৪ বছর পূর্বে "শিরোনামে পরিবর্তন প্রয়োজন" অনুচ্ছেদে

শিরোনামে পরিবর্তন প্রয়োজন[সম্পাদনা]

বেহালা নামক একটি বাদ্যযন্ত্র রয়েছে, ফলে বেহালা নামের দ্ব্যর্থতা নিরসন প্রয়োজন। এ নিবন্ধটির নাম পরিবর্তন করে বেহালা (কলকাতা) করা যেতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:০০, ১৬ মে ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

ঠিকই বলেছেন। তবে বেহালা (অঞ্চল) করলেই ভাল হয়। সেক্ষেত্রে বাদ্যযন্ত্রটির শিরোনাম বেহালা (বাদ্যযন্ত্র) রাখা যেতে পারে। মনে হয় বিশ্বকোষীয় এন্ট্রির নিয়ম সেই রকম হওয়াই উচিত। আর কেউ দ্ব্যর্থতানিরসন পাতাটি সৃষ্টি করে দিলে ভাল হয়। --অর্ণব দত্ত ১৫:১০, ১৬ মে ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
    • অঞ্চল হিসেবে "বেহালা" কি কোন আন্তর্জাতিক বিশ্বকোষে উল্লেখযোগ্য? যেমন মিরপুর, কলাবাগান, নীলক্ষেত ইত্যাদি কোন বিশ্বকোষে অন্তর্ভুক্তিযোগ্য মনে হচ্ছে না। যাই হোক, "দ্য মোর দি মেরিয়ার" প্রবাদটিও বিবেচ্য। Faizul Latif Chowdhury (talk) ১৩:৪৪, ৯ নভেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
  • কোনো অঞ্চলের রাজনৈতিক/প্রশাসনিক বিভাগ উপবিভাগগুলি উইকিপিডিয়ায় পৃথক এন্ট্রির মর্যাদা পেয়ে থাকে। আমি এটিকে উইকিপিডিয়ার বৈশিষ্ট্য বলেই মনে করি। কারণ আন্তর্জাতিক বিশ্বকোষ উইকিপিডিয়া বিশ্বের ছোটো ছোটো কোষগুলিকে দেখার এক আশ্চর্য অনুবীক্ষণ যন্ত্র। কলকাতা ও ঢাকা শহরদুটির বিভিন্ন অঞ্চল বা থানা এলাকা সম্পর্কে জ্ঞাতব্য অনেক তথ্য থেকে যায়। এই সব অঞ্চলের নিজস্ব ইতিহাস থাকে, নিজস্ব সাংস্কৃতিক-রাজনৈতিক এমনকি আর্থসামাজিক বৈশিষ্ট্যও থাকে। তাই এগুলি নিয়ে পৃথক এন্ট্রি থাকাতে আমার কোনো আপত্তি নেই।

অবশ্য বর্তমানে বেহালা নিবন্ধটি অসম্পূর্ণ আকারে আছে। ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, মেলা ও উৎসব ইত্যাদি অংশের পরিবর্ধন প্রয়োজন। সুযোগ মতো করব। --অর্ণব দত্ত (talk) ০৬:১৩, ১১ নভেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন