আলাপ:বেলুন মাছ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনামটি বদলে পটকা মাছ করার পরামর্শ দিচ্ছি কারণ, এটি স্থানীয় ভাবে পটকা মাছ বা টেপা মাছ হিসেবেই বেশি পরিচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪২, ১১ অক্টোবর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

পটকা মাছ বা পাফার ফিশ টেটরাওডনটিডি পরিবারের স্বাদু পানির মাছ ; পটকা মাছের বৈজ্ঞানিক নাম চেলোনোডন পটোকা ( দ্রষ্টব্য এ কে আতাউর রহমান বিরচিত "ফ্রেশ ওয়াটার ফিশেয অব বাংলাদেশ, ২০০৫ সংস্করণের পৃষ্ঠা ৬৭)। বেলনু মাছ আর পটকা মাছ একই মাছ কি-না সে বিষয়ে নিঃসন্দেহ হতে পারছি না। যে তথ্যছক সংযুক্ত করা হয়েছে তা পটকা মাছ সংক্রান্ত, বেলুন মাছ সংক্রান্ত নয়। মনে হচ্ছে বেলুন মাছ সামুদ্রিক মাছ এবং ভিন্ন গোত্রীয়। বেলুন মাছের পরিবার "ডায়োডোনটিডি"। তবে জীবদ্দশায় এক ঘরোয়া কথোপথনে মৎসবিজ্ঞানী এ কে আতাউর রহমান বলেছিলেন, "প্রতিটি সামুদ্রিক মাছের একটি "স্বাদুপানি প্রতিরূপ" (ফ্রেশওয়াটার ভার্শন) প্রকৃতিতে বিরাজমান।" তাঁর এই মন্তব্য প্রণিধানযোগ্য। আপাততঃ বেলুন মাছ এবং পটকা মাছ পৃথক হিসেবে বিবেচ্য। তথ্যছক অবলোপনযোগ্য। কোন পরামর্শ বিবেচনা করা হবে। Faizul Latif Chowdhury (talk) ০২:১২, ১৫ অক্টোবর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]