আলাপ:বেনজিন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বানান[সম্পাদনা]

রসায়নের ছাত্র আমি। যদিও অনার্স মাস্টার্স ইংরেজী মাধ্যমে করেছি কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাংলাতেই রসায়ন পড়েছি। বেনজিনের বানান কখনো বেঞ্জিন দেখি নাই। আমার হাতের কাছে এখন (উচ্চ মাধ্যমিক রসায়ন, দ্বিতীয় পত্র। লেখকঃ ড. রবিউল ইসলাম, ড. গাজী মোঃ আহসানুল কবীর, D: মনিমুল হক। ৬ষ্ঠ সংস্করণ, জুন ২০০৪ । প্রথম প্রকাশ মার্চ ১৯৯৯।) বইটি আছে। মিলিয়ে দেখলাম। বেঞ্জিনের বানান এখানে বেনজিন । নাম সংশোধন করা উচিত।

এফ রহমান (আলাপ) ১৯:৩৪, ১১ জুলাই ২০১৪ (ইউটিসি) এফ রহমান[উত্তর দিন]

বিজ্ঞানের ছাত্র হওয়ার সুবাদে আমিও বিভিন্ন জায়গায় বেনজিনই ব্যবহার করতে দেখেছি। পিং @Bodhisattwa: দা।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৫৫, ১১ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
নাহিদ ভাইএফ রহমান, বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি কিন্তু বেঞ্জিন বানানের সাথেই পরিচিত। যাই হোক, আপনাদের কথামতো আমি বেনজিন বানানে স্থানান্তর করে দিয়েছি। -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:৩৫, ১১ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। চোখের সুখ পাচ্ছি। এফ রহমান (আলাপ) ২২:০৮, ১১ জুলাই ২০১৪ (ইউটিসি) এফ রহমান[উত্তর দিন]