আলাপ:বেইলে উর্তি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দৃষ্টি আকর্ষণ[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: ভাই, আমি পাতাটি অনুবাদ করে পাবলিশ করলাম। এখন দেখি পাতাটি আরেক ভাই আগেই তৈরী করে রেখেছেন। তাহলে পাতাটি তৈরী নেই এমন দেখাচ্ছিল কেন? আর তাইতো আমি পাতাটি তৈরী করা শুরু করি। আমি আজ যার পর নাই আশ্চর্য হয়েছি। ---কুউপুলক (আলাপ) ০৭:০৬, ৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Kupulak: যদি আন্তঃউইকি সংযোগ না থাকে, তবে বিষয়বস্তু অনুবাদ পাতা তৈরি নেই দেখায়, ওই হিসেবে ঠিক আছে। উটি ভারতের একটি স্থানের নাম। আপনি এই নিবন্ধটিকে উটি (মাছ) নামে পুনঃপ্রকাশ করেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৬, ৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: দেশি উর্তি নামে একটি নিবন্ধ দেখলাম। উটি কি দেশি উর্তির বিকল্প নাম নাকি দুটি নাম একই গণের দুটি পৃথক মাছকে নির্দেশ করছে? আফতাবুজ্জামান (আলাপ) ০৬:৩৪, ৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ভাই,  করা হয়েছে আসলে বিভ্রান্তি তৈরী করেছিল দেশি উর্তি নিবন্ধটি। যেটা ইংরেজী Chagunius nicholsi প্রজাতির নিবন্ধটি অনুবাদ করে লিখেছিল Chagunius chagunio প্রজাতির নিবন্ধ থেকে তথ্য নিয়ে। আপনি একটু চেক দিয়ে দেখেন সব ঠিক আছে কিনা। ---কুউপুলক (আলাপ) ০৯:১৫, ৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: দেশি উর্তি থেকে দুটি অনুচ্ছেদ বাদ দেয়া হয়েছে। তা যদি ঐ মাছের বর্ণণা না হয় তবে কি তা এই নিবন্ধের মাছের বর্ণণা? তবে এখনো একটা জিনিস পরিষ্কার না। Chagunius প্রজাতির মাছ আছে ৩টা। এর মধ্যে Chagunius chagunio বাংলাদেশে পাওয়া যায়। Chagunius nicholsi ভারত ও মিয়ানমারে পাওয়া যায়। তবে Chagunius nicholsi কীভাবে দেশি উর্তি হয়? (কেননা বাংলাদেশে পাওয়া না গেলে নামে 'দেশি' লেখা থাকত না) আমার মনে হয় দেশি উর্তি ও এই উটি Chagunius chagunio প্রজাতিকেই নির্দেশ করছে (তবে আমি সম্পূর্ণ নিশ্চিত না)। যদি তাই হয়, তবে এই দুটি একত্রীত করা দরকার। আর Chagunius nicholsi প্রজাতিত জন্য চাগুনিউস নিকোলসি নামে (যেটা এখন দেশি উর্তি নামে আছে) নিবন্ধ বানানো দরকার। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৯, ৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
যূতটুকু সম্ভব বই দেখে ঠিক করে দিচ্ছি। --সাদি (আলাপ) ১৭:০৫, ৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান এবং Anup Sadi: ভাই, আপনাদের দুজনকেই ধন্যবাদ। ---কুউপুলক (আলাপ) ১৭:৪৭, ৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak এবং Anup Sadi: ধন্যবাদ আপনাদের সমাধান করার জন্য। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১১, ৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]