আলাপ:বীর শ্রেষ্ঠ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

redirect প্রস্তাব[সম্পাদনা]

বীরশ্রেষ্ঠ এক শব্দ। --- অর্ণব ১৭:০৭, ২৮ মে ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

এক শব্দ? কিন্তু বীর বিক্রম, বীর উত্তম এই সব পদক কিন্তু দুইটি শব্দ, এবং একই ভাবে বীর শ্রেষ্ঠ ও দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। কাজেই আমি redirect এর বিরোধিতা করছি।--Ragib ১৯:০২, ২৮ মে ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলাপিডিয়ার "বীরত্বসূচক খেতাব" (সৈয়দ মোহাম্মদ সালেহ্ উদ্দিন) নিবন্ধে তিনটিকেই একত্রে লেখা হয়েছে, কারণ সমাসবদ্ধ পদ একত্রে লেখার নিয়ম। এটা বীরদের মধ্যে শ্রেষ্ঠদেরকে না বুঝিয়ে মাত্র সাতজনকে বোঝায়, যাদেরকে একটি পদক দেয়া হয়েছে, যার নাম "বীরশ্রেষ্ঠ"। আশা করি, যিনি নিজের নামের বানানে সমাসবদ্ধ পদকে চিনেননি (সালেহউদ্দিন না লিখে সালেহ উদ্দিন লেখেন), তিনি সমাসবদ্ধ পদকে এখানে প্রতিটা ক্ষেত্রে ভুল লেখেননি, বুঝেই লিখেছেন। তাই আমি জাহিন ভাইয়ের মতোই বলছি, এই নিবন্ধটি "বীরশ্রেষ্ঠ" পাতায় রিডিরেক্ট করা হোক। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:৫৩, ১৩ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
অবশ্য, মেডালের গায়েই লেখা "বীর শ্রেষ্ঠ"। মহা মসিবতের কথা। :x  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১১:২৩, ১৩ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]