বিষয়বস্তুতে চলুন

আলাপ:বীজগণিত

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Wiki Nahid NHB কর্তৃক ৩ বছর পূর্বে "পর্যালোচনা" অনুচ্ছেদে

পর্যালোচনা

[সম্পাদনা]

@Wiki Nahid NHB: নিবন্ধটিতে এখনও কাজ চলছে ট্যাগ লাগানো আছে দেখছি। আপনার কি নিবন্ধটিতে আরও কোনও কাজ বাকি আছে? যদি না থাকে তাহলে আমাকে জানান, যাতে আমি পর্যালোচনা শুরু করতে পারি।—ইয়াহিয়া (আলাপঅবদান) ১৮:৪৮, ১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Yahya:ভাই, আমার কাজ সম্পন্ন হয়েছে।কেউ যাতে পর্যালোচনার পূর্বে সম্পাদনা না করে, তাই ট্যাগটি লাগিয়ে রেখেছিলাম Wiki Nahid NHB (আলাপ) ০৩:০২, ২ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Yahya: ভাই, নিবন্ধটি অনেকদিন হলো জমা দিয়েছি আপনি কোন কিছু জানালেন না যে। আপনি কি নিবন্ধটি পর্যালোচনা করতে ভুলে গেছেন।আসলে কোন ভুল থাকলে ঠিক করে নিতামWiki Nahid NHB (আলাপ) ১৩:১৬, ১৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Wiki Nahid NHB: না, ভুলে যাই নি। আসলে অলসতার কারণে হয়ে উঠছে না। ভাববেন না, করে ফেলবো। — য়াহিয়া (আলাপঅবদান) - ১৫:২৫, ১৩ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Wiki Nahid NHB: কিছু সংশোধন প্রয়োজন। যেমন, কোথাও একাধিক স্পেস, কোথাও দাড়ি-কমার পরে স্পেস নেই। এছাড়া দুয়েক জায়গায় গুলো/গুলি/সমূহ এর ব্যবহার বাক্যকে জটিল করে ফেলছে। যেমন- “যা যেকোন সংখ্যার জন্য ধর্মসমূহের প্রমাণ করতে সাহায্য করে” লাইনকে আরও সরলভাবে লেখা যায়- “যা যে কোনও সংখ্যার ধর্ম প্রমাণ করতে সাহায্য করে”। আমার অনুরোধ, আপনি আগাগোড়া আরেকবার পড়ুন। পড়তে গিয়ে নিজের কাছে যে সব বাক্য সংশোধন প্রয়োজন বলে মনে হবে, সেগুলো সংশোধন করুন। বাকিটা আমি করে দেবো। এছাড়া অনুবাদ ভালো হয়েছে। আমি জানি, গণিত/প্রকৌশলের নিবন্ধগুলো অনুবাদ করা কতোটা কষ্টকর। — য়াহিয়া (আলাপঅবদান) - ০৪:২৩, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Yahya:ধন্যবাদ ভাই, আসলে ভাই পেইজটিতে আনুমানিক ২০০ এর অধিক সম্পাদনা পূর্বেই করেছি। তাই আর বেশি একটা হয়তো পরিমার্জন করা সম্ভব হয়নি।আজকে সম্ভব হলে আবার সম্পাদনা করার চেষ্টা করব। Wiki Nahid NHB (আলাপ) ০৪:৩৩, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন