আলাপ:বিহারের ইতিহাস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Suvray কর্তৃক ১ বছর পূর্বে "প্রবন্ধের ভাষা" অনুচ্ছেদে

প্রবন্ধের ভাষা[সম্পাদনা]

এই প্রবন্ধটি কি ইংরেজি থেকে গুগল অনুবাদ দিয়ে তৈরি করা হয়েছে? নাকি উইকিপিডিয়ারই অনুবাদ ব্যবস্থা আছে? আর সরাসরি বাংলায় লেখা হলে এই কেমন ভাষারীতি? দয়া করে নিচের অংশটুকু দেখুন। বিহারের বর্তমান অঞ্চলটি মগধ, অঙ্গ এবং মিথিলা, বাজাজী প্রজাতন্ত্রসহ বেশ কিছু প্রাক-মৌর্য রাজবংশ ও প্রজাতন্ত্রগুলির ভূখন্ডের উপর অবস্থান করছে। আধুনিক পৃথিবীর সর্বপ্রথম পরিচিত প্রজাতন্ত্রগুলির মধ্যে একটি প্রজাতন্ত্র মহাবীরের (৫৯৯ খ্রিষ্টপূর্বাব্দ) জন্মের আগে থেকেই এই অঞ্চলে বিদ্যমান ছিল।[৯][১০] বিহারের ঐতিহ্যাবাহী গুপ্ত রাজবংশের সাংস্কৃতিক একটি যুগকালের সভাপতিত্ব করে যা আজকে ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। তাহের আলমাহদী ০২:২৭, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার আগ্রহের জন্যে ধন্যবাদ। ভাষাগত কিংবা তথ্যগত বিভ্রাট ঘটলে তা অবশ্যই সংশোধনযোগ্য। ভাষার প্রাঞ্জল্যতা আনয়ণে প্রয়োজনে অগ্রসর হবার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি! - Suvray (আলাপ) ০৪:৩৫, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন