আলাপ:বিশ্ব ভোক্তা অধিকার দিবস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ট্যাগ দূরীকরণ প্রয়োজন![সম্পাদনা]

{{একীকরণ}} ট্যাগ না সেঁটে যদি নিবন্ধটিকে আরো ব্যাপক ও বিস্তৃত করতে উৎসাহী হিসেবে সকলে এগিয়ে আসতো, তাহলে বোধকরি ভাল হতো; পাশাপাশি উইকিরও মঙ্গল হতো। যদি কনজুমার্স ইন্টারন্যাশনাল নিবন্ধটি সৃষ্টি না হতো, তাহলে বোধহয় ট্যাগ সাঁটা হতো না এবং প্রশ্নের মুখোমুখিও হতো না! নিবন্ধ সৃষ্টি করলে আলোচনা-সমালোচনা থাকবেই ও পরিবেশ সৃষ্টি হবেই!! ক’জন ব্যবহারকারী কনজুমার্স ইন্টারন্যাশনালকে চেনে? এ ধরণের দিবসতো অনেক রয়েছে। ইংরেজিতে Consumers International অংশে একটিমাত্র রেফারেন্স রয়েছে। সেখানে স্বতন্ত্রভাবে নিবন্ধটি এখনো রচিত হয়নি, বাংলায় হয়েছে - এটিই কি দোষ! যাবতীয় শর্তাবলী প্রতিপালন করেই তো নিবন্ধটি রচিত হয়েছে। এর পরিবর্তে চারটি রেফারেন্স দিয়েও কি নিবন্ধটি গুরুত্বতা পায়নি? পরিপক্কতা না পেলে আগ্রহীদের উচিত যথোচিত ভূমিকা নিয়েই ’নজরতালিকায়’ নিবন্ধটিকে যুক্ত করা। একখানি নিবন্ধ তৈরী করতে অনেকখানি শ্রম ও ত্যাগের প্রয়োজন পড়ে - তা নিশ্চয়ই অভিজ্ঞদের অজানা নয়! দিবসটির যথেষ্ট গুরুত্ব রয়েছে বলেই বোধকরি বাংলাদেশ সরকার মোবাইল গ্রাহকদেরকে ম্যাসেজ পাঠিয়েছেন ”পনেরো মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। আপনার অধিকার সম্বন্ধে জানুন এবং ভোক্তা হিসেবে দাবী করুন।” সেপ্রেক্ষিতেই উন্মুক্ত (?) বিশ্বকোষকে স্বয়ংসম্পূর্ণ করতে ঐ দু’টো নিবন্ধ রচনা করেছিলাম মাত্র! তাহলে তো মা = মা দিবস; পর্যটন = বিশ্ব পর্যটন দিবস ইত্যাদি ধরণের নিবন্ধগুলোর যৌক্তিকতা থাকতো কি? এ সংক্রান্ত বিষয়ে ও ট্যাগ দূরীকরণে ব্যুরোক্র্যাট/প্রশাসকদের দ্রুত অংশগ্রহণ অনিবার্য বলে মনে করছি। - Suvray ১৩:০৩, ১৯ মার্চ ২০১৩ (ইউটিসি)