আলাপ:বিড়াল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বেড়াল Vs বিড়াল[সম্পাদনা]

সাধুভাষা এবং চলতিভাষায় বিড়ালের খেকে বেড়াল বানানটা বেশি প্রচলিত| So, I think this article should be renamed বেড়াল. বিড়াল is used more colloquially in rural dialects. Let me know. Sumanch (আলাপ) ০৩:১৩, ৫ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ নামকরণের নীতিমালা অনুযায়ী সবচেয়ে প্রচলিত নামটিই ব্যবহার করা উচিত। বেড়াল বানানটি সাহিত্যে কিংবা সাধুভাষায় ব্যবহৃত হলেও সবচেয়েবেশিপ্রচলিত শব্দ হল বিড়াল। লোকমুখে প্রচলিত শব্দগুলোই নিবন্ধের নাম হিসেবে ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। লক্ষ করবেন যে সঠিক উচ্চারণ চে গেবারা এর বদলে বাংলাদেশে লোকমুখে প্রচলিত চে গুয়েভারা নামটিই বাংলা উইকিতে ব্যবহার করা হয়েছে। তাই আমার মনে হয় বেড়াল এর বদলে বিড়াল শব্দটিই ব্যবহার করা উচিৎ। এ সংক্রান্ত আলোচনা এখানে চালিয়ে যাওয়া যেতে পারে কারণ নামকরণের ক্ষেত্রে জনমতেরও প্রাধান্য রয়েছে। ভাল থাকবেন। আসিফ মুকতাদির (আলাপ) ০৬:২৫, ৫ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]